ব্যাঙ্কে পড়ে ৭৮,২১৩ কোটি টাকা! আপনিও করতে পারবেন দাবি, জানুন কীভাবে?

Published on:

78,213 crore rupees

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি বা আপনার পরিবারের কেউ কি ব্যাংকে টাকা রেখে ভুলে গেছেন? কিংবা আপনি হয়তো জানেন না যে, আপনার নামে অজান্তে ব্যাংক অ্যাকাউন্টে কোন টাকা জমা হয়েছে (Unclaimed Deposits)! হ্যাঁ অবিশ্বাস্য হলেও এটা সত্যি। এক সুত্র বলছে, ভারতের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংকে প্রায় ৭৮,২১৩ কোটি টাকা পড়ে রয়েছে, যার কোন মালিক নেই। অর্থাৎ, কেউ এই টাকা তোলেনি। ফলে এটি ব্যাংকের কাছেই পড়ে রয়েছে বছরের পর বছর। তবে সুখবর হল আপনিও এই টাকার জন্য দাবী করতে পারেন। কিন্তু কীভাবে? সেটাই জানাবো আজকের প্রতিবেদনে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কোথা থেকে এল এত টাকা?

আসলে এই বিপুল পরিমাণে অর্থ মূলত সঞ্চয়ী ও চলতি অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট এবং কিছু সরকারি সংস্থা বিনিয়োগ করে রেখেছে। সাধারণত কোন ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে ব্যাংক অ্যাকাউন্ট চালু না রাখে বা মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা সেই অর্থের দাবি না করে, তাহলে সেই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায় এবং অ্যাকাউন্টে থাকা যাবতীয় টাকা ব্যাংকের কাছে অনাদায়ী অর্থ হিসেবে থেকে যায়।

আপনার টাকাও কি পড়ে রয়েছে ব্যাংকে?

আগে হয়তো এই তথ্য পাওয়া খুব ঝামেলা ছিল। কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক এবার UDGAM নামে নতুন এক পোর্টাল চালু করেছে, যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে, আপনি বা আপনার পরিবারের কোনো ব্যক্তি এই টাকার মালিক কিনা। এই তথ্য জানার জন্য আপনাকে শুধু কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

১) প্রথমের https://udgam.rbi.org.in/ পোর্টালে ভিজিট করতে হবে।

২) এরপর আপনার নাম এবং প্যান নাম্বার দিয়ে লগইন করতে হবে।

৩) যদি আপনার কাছে কোন অনাদায়ী টাকা থাকে, তাহলে তা দেখিয়ে দেবে। 

কীভাবে ফেরত পাবেন এই টাকা?

যদি আপনার নামে কোনরকম অনাদায়ী টাকা পাওয়া যায়, তাহলে আপনাকে সংশ্লিষ্ট ব্যাংকের নিকটতম কোন শাখায় যেতে হবে। সেখানে গিয়ে আপনার পরিচয়পত্র এবং বৈধ কাগজপত্র জমা দিলেই আপনি সেই অর্থ ফেরত পাবেন। 

আরও পড়ুনঃ HDFC সহ দুই ব্যাঙ্কের উপর নেমে এল RBI-র শাস্তির খাঁড়া

এই পড়ে থাকা টাকার ভবিষ্যৎ কী?

এতদিন পর্যন্ত এই অনাদায়ী অর্থ বিভিন্ন সরকারি বিনিয়োগমূলক প্রকল্পে ব্যবহার করা হত। কিন্তু এখন ভারতীয় রিজার্ভ ব্যাংক উদ্যোগ নিচ্ছে, যাতে প্রকৃত মালিকরা তাদের এই অর্থ ফেরত পায়। তাই দেরি না করে এখনই ভারতীয় রিজার্ভ ব্যাংকের UDGAM পোর্টালে গিয়ে চেক করুন, আপনার নামে কোনরকম অনাদায়ী অর্থ রয়েছে কিনা বা আপনি ব্যাংকে আপনি কোন টাকা ফেলে এসেছেন কিনা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group