প্রীতি পোদ্দার: কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, প্রতি বছর দুইবার করে মহার্ঘ ভাতা (Dearness allowance) বা DA বাড়ায়। একটি লাগু করা হয় ১ জানুয়ারি ও দ্বিতীয়টি ১ জুলাই। সেই নিয়ম অনুযায়ী চলতি বছর লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে কেন্দ্র সরকার। ৪ শতাংশ হারে DA এর পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল ৫০ শতাংশে। এরপর ফের জুলাইতে কর্মীদের DA বাড়ানো হয়েছে ৩ শতাংশ। যার ফলে বর্তমানে DA এর পরিমাণ হয়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশে। পাশাপাশি বর্তমানে DR ও দেওয়া হয় ৫৩ শতাংশের হারে।
বছর শুরুতেই পুনরায় DA বৃদ্ধি
আর কেন্দ্রের দেখানো পথেই হাঁটতে চলেছে একাধিক রাজ্য। ইতিমধ্যে উত্তরপ্রদেশেও সরকারী কর্মীদের DA এর পরিমাণ বাড়ানো হয়েছে। তবে এবার মধ্যপ্রদেশের লক্ষাধিক সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর নিয়ে আসল মোহন সরকার। নতুন বছর পড়তে না পড়তেই কর্মীদের DA এর পরিমাণ বাড়ানো হচ্ছে। এর আগে রাজ্য সরকার শেষবারের মতো ২০২৪ সালের জানুয়ারিতে ভাতা বাড়িয়েছিল। এবার ফের পুনরায় DA এর পরিমাণ বাড়তে চলেছে। জানা গিয়েছে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়ানো হবে। যা ফলে উপকৃত হবেন প্রায় রাজ্যের ৭ লাখেরও বেশি কর্মচারী।
প্রশাসনিক কর্মকাণ্ডে বিলম্বিত DA
এর আগে, রাজ্য সরকার চলতি বছর জানুয়ারিতে মহার্ঘ ভাতা ৪৬ থেকে ৫০ শতাংশ করেছিল। কিন্তু এদিকে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ২০২৪ সালের জুলাই থেকে ৫৩ শতাংশ হয়ে গিয়েছে। যদিও এর আগে পর্যন্ত মধ্যপ্রদেশে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারও তাদের কর্মচারীদের ভাতা বৃদ্ধি করত। কিন্তু এবার কিছু প্রশাসনিক কর্মকাণ্ডের জন্য ভাতার পরিমাণ বাড়াতে সময় লেগেছে। মধ্যপ্রদেশ সরকার নতুন বছরে মহার্ঘভাতা ৩ শতাংশ বাড়াতে পারে, কারণ কেন্দ্রীয় সরকার তা আবার বাড়াতে পারে।
প্রসঙ্গত, বর্তমানে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দেওয়া মহার্ঘ ভাতার সঙ্গে রাজ্যের কর্মীদের প্রাপ্ত DA-র ফারাক তিন শতাংশ। আশা করা যাচ্ছে নতুন বছরেই এই DA এর ফারাক কমবে। অন্যদিকে রাজ্য সরকারের বাজেটে ৫৬ শতাংশ মহার্ঘ ভাতার ব্যবস্থাও রয়েছে। তাই সেক্ষেত্রে মহার্ঘ ভাতা বৃদ্ধিতে বাজেটে কোনও সমস্যা হবে না বলেই জন্য গিয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |