এবার পেনশনভোগীদের বাড়ল DR, বছর শেষে বিরাট সুখবর শোনাল সরকার

Published on:

dr hike

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: চলতি বছর লোকসভা নির্বাচনের আগে মার্চ মাসে ডিএ (Dearness allowance) বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকার মূল বেতনের ৪ শতাংশ অর্থাৎ ৫০ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা বাড়িয়েছিল। পাশাপাশি ডিয়ারনেস রিলিফ অর্থাৎ DR ও ৪ শতাংশ বেড়েছিল। যেহেতু DA এবং DR বছরে দুবার বাড়ানো হয় তাই দীপাবলীর আগেই আরও এক সুখবর পেয়েছে কেন্দ্রিয় কর্মীরা। একধাক্কায় ৩ শতাংশ বাড়ানো হয়েছে DA এর পরিমাণ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

চলতি বছর ১ জুলাই থেকে সপ্তম বেতন কমিশনের আওতায় DA এর পরিমাণ ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশে। এর পাশাপাশি সপ্তম বেতন কমিশনের আওতায় পেনশনভোগীদের DR এর পরিমাণও ৩ শতাংশ বেড়েছে। অর্থাৎ DR এর পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ শতাংশে। একনজরে দেখে নেওয়া যাক সপ্তম বেতন কমিশনের আওতায় পেনশনভোগীদের কোন কোন বিভাগ ৫৩ শতাংশ হারে DA পাবে।

সপ্তম বেতন কমিশনে বর্ধিত হারে DR পাবে কারা?

জানা গিয়েছে এই বর্ধিত হারে DR মিলবে বার্মার পেনশনভোগী এবং পাকিস্তান থেকে বাস্তুচ্যুত সরকারি পেনশনভোগীরা, বেসামরিক কেন্দ্রীয় সরকারের পেনশনভোগী অথবা পারিবারিক পেনশনভোগীরা , যার মধ্যে কেন্দ্রীয় সরকার PSU বা স্বায়ত্তশাসিত সংস্থাগুলিতে শোষণকারী পেনশনভোগীরাও বর্ধিত হারে DR পাবে। অন্যদিকে সশস্ত্র বাহিনী পেনশনভোগী বা পরিবার পেনশনভোগী এবং বেসামরিক পেনশনভোগীরা প্রতিরক্ষা পরিষেবা পাবে। অল ইন্ডিয়া সার্ভিস পেনশনভোগী, রেলওয়ে পেনশনভোগী এবং অস্থায়ী পেনশন প্রাপ্ত পেনশনভোগীরাও এই সুবিধা পাবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অবসরপ্রাপ্ত বিচারপতিদের ক্ষেত্রে পৃথক আদেশ জারি

রাষ্ট্রীয় ব্যাঙ্কগুলি সহ পেনশন বিতরণকারী কর্তৃপক্ষের দায়িত্ব হবে প্রতিটি ক্ষেত্রে প্রদেয় মহার্ঘ রিলিফের পরিমাণ গণনা করা। তাছাড়া সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের জন্য আলাদা আদেশ জারি করবে বিচার মন্ত্রণালয়। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের ক্ষেত্রে বিচার বিভাগ পৃথক আদেশ জারি করবে। তবে রিপোর্ট সূত্রে জানা গিয়েছে এই DR বৃদ্ধি অর্থ মন্ত্রকের অনুমোদনের সাথে সঙ্গতিপূর্ণ এবং CAG-এর সাথে পরামর্শ করে জারি করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group