প্রীতি পোদ্দার: চলতি বছর মার্চ মাসে DA বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকার মূল বেতনের একেবারে ৪ শতাংশ বাড়িয়ে দিয়েছিল। যার ফলে মহার্ঘ ভাতা পুরোপুরি বেড়ে দাঁড়িয়েছিল ৫০ শতাংশে। এমনকি মহার্ঘ্য ত্রাণ বা ডিয়ারনেস রিলিফও ৪ শতাংশ বাড়িয়েছে। যার ফলে বেশ খুশিতে ভাসছিল কেন্দ্রীয় কর্মচারীরা। তবে সম্প্রতি বিভিন্ন রিপোর্ট সূত্রে জানা যাচ্ছে খুব শীঘ্রই ফের আরও একবার কেন্দ্রীয় কর্মীদের DA এর পরিমাণ বাড়তে চলেছে। আশা করা যাচ্ছে প্রায় ৩ শতাংশ বাড়তে চলেছে DA এর পরিমাণ।
কেন্দ্রের পথে হাঁটছে উত্তরপ্রদেশ সরকার
সূত্রের খবর, পুজোর উৎসবের মরশুম শুরুর আগে এ বারেও ৩ থেকে ৪ শতাংশ DA বৃদ্ধি করতে পারে কেন্দ্র৷ সেক্ষেত্রে একেবার নিচুতলায় কর্মরত যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মূল বেতন মাসে ১৮ হাজার টাকা, তাঁদের মাসিক বেতন ৫৪০ থেকে ৭২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে৷ তার উপর কিছুদিন আগে উত্তরপ্রদেশ সরকারও রাজ্যের কর্মীদের DA বৃদ্ধির ঘোষণা করেছে। এইমুহুর্তে সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন পান উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীরা। তাঁরা আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারেই DA পান। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতোই উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীরা ৫০ শতাংশ হারে DA পাচ্ছেন। তবে সম্প্রতি একাধিক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের এবার ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। অর্থাৎ উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীরা ৫৪ শতাংশ হারে DA পাবেন। কিন্তু উত্তরপ্রদেশ ছাড়াও আরও একটি রাজ্যে DA বাড়াতে চলেছে সরকার।
পুজোর আগেই রাজ্য সরকারী কর্মীদের বাড়বে DA
জানা গিয়েছে, রাজ্যের সকল কর্মীদের DA ১৮ শতাংশ বাড়ানোর চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। কিন্তু এই DA বৃদ্ধির সুখবর পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর জন্য নয়, আসলে এই DA বৃদ্ধি করতে চলেছে মধ্যপ্রদেশ সরকার। একাধিক রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যে নয়া অর্থবর্ষের বাজেট নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের DA বাড়িয়ে ৬৪ শতাংশে নিয়ে যাওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। অন্যদিকে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদেরও ডিয়ারনেস রিলিফ বা DR বাড়িয়ে ৬৪ শতাংশ করা হতে পারে বলেও মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ অক্টোবর মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! RBI-র ছুটির লিস্ট দেখে আগেই সেরে ফেলুন কাজ
যদিও এইমুহুর্তে রাজ্য সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। গত ১৫ মার্চ শেষ মহার্ঘ ভাতার বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। সেইসময় মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল চার শতাংশ। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার হার হল ৫০ শতাংশ। তাই এই মহার্ঘ ভাতার পার্থক্যকে দূর করার জন্য নয়া পদক্ষেপ নিতে চলেছে সরকার। তবে এই DA বৃদ্ধির পরিমাণ ধাপে-ধাপে বাড়তে পারে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |