এপ্রিলে লাগু হচ্ছে অষ্টম পে কমিশন, কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য বড় খবর

Published on:

8th pay commission

শ্বেতা মিত্র, কলকাতা: অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission) গঠন হবে, ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। মোদী সরকার ২০২৬ সাল থেকে এই নতুন পে কমিশন লাগু হওয়ার ঘোষণা করেছে। স্বাভাবিকভাবেই নতুন পে কমিশন মানে বাড়তি বেতন থেকে শুরু করে একগুচ্ছ নতুন সুবিধা। তবে কবে এই কমিশন লাগু হবে তা নিয়ে খোলসা করেনি সরকার। কিন্তু সেই অপেক্ষার অবসানও ঘটল। জানা গেল, ২০২৬ সালের কোন মাস থেকে নতুন পে কমিশন লাগু হতে পারে। আপনিও কী কেন্দ্রীয় সরকারি কর্মী? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কবে লাগু হবে অষ্টম বেতন পে কমিশন?

অষ্টম বেতন পে কমিশন নিয়ে বড় তথ্য দিয়েছেন অর্থমন্ত্রকের ব্যয় সচিব মনোজ গোভিল। এক সাক্ষাৎকারে একটি বড় আপডেট দিয়েছেন। মনোজ গোভিল জানিয়েছেন, এপ্রিলের মধ্যেই অষ্টম বেতন কমিশন গঠন হতে পারে। উল্লেখ্য, এর ফলে উপকৃত হবেন প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং প্রায় ৬৫ লক্ষ পেনশনভোগী।

সাক্ষাৎকারে ব্যয় সচিব মনোজ গোভিল আশা প্রকাশ করেছেন যে মূলধনী ব্যয়ের গতি বাড়বে এবং এর লক্ষণগুলি ইতিমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের অনুমান, আগামী অর্থবর্ষে পে কমিশনের আর্থিক প্রভাব পড়বে না। বেতন কমিশন গঠনের পর তার রিপোর্ট জমা দিতে কিছুটা সময় লাগবে, যা পরে সরকার প্রক্রিয়া করবে। তাই আগামী অর্থবছরে আমরা কোনো ব্যয় আশা করছি না। ২০২৬ সালের এপ্রিল থেকে শুরু হওয়া আর্থিক বছরে একটি ব্যয় হবে।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ DA দূর, মিলছে না বেতন! মহাবিপাকে রাজ্য সরকারি কর্মীরা

এতটা বাড়বে বেতন

কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা আশা করছেন যে এবার ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯২-২. ০৮ এর পরিসরে বাড়ানো হতে পারে। ফিটমেন্ট ফ্যাক্টর হল বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ও পেনশন সংশোধন করতে ব্যবহৃত একটি গুণক। যদি এটি ১.৯২-২. ০৮ এর মধ্যে বাড়ানো হয় তবে কেন্দ্রীয় কর্মচারীর ন্যূনতম বেতন ১৮, ০০০ থেকে বেড়ে ৩৪,৫৬০ কিংবা ৩৭, ৪০০ হতে পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group