৪ থেকে বেড়ে ১২ লাখ! DA বৃদ্ধির আগেই বড় খবর, একেবারে ৩ গুণ বৃদ্ধি পেতে পারে গ্রাচুইটি

Published on:

dearness allowance gratuity

পার্থ সারথি মান্না, কলকাতাঃ কিছুদিন হল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অষ্টম পে কমিশন (8th Pay Commission) তৈরির জন্য মঞ্জুরি দেওয়া হয়েছে। যার ফলে সরকারি কর্মীদের নূন্যতম বেতন থেকে শুরু করে পেনশনের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। তবে শুধুই বেতন বৃদ্ধি নয় আরও অনেক সুবিধা পাবেন কর্মীরা। যেমন গ্রাচুইটির পরিমাণ প্রায় তিনগুণ হয়ে যেতে পারে।

অষ্টম পে কমিশনের গুরুত্ব

WhatsApp Community Join Now

বাড়তে থাকা মূল্যবৃদ্ধি বাজারে সরকারি কর্মীদের জন্য বেতনের পরিমাণ নির্ধারণ করবে অষ্টম পে কমিশন। যারফলে ৪৯ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও ৬৫ লক্ষ পেনশনভোগীরা উপকৃত হবেন। তাই সপ্তম পে কমিশনের মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগে অষ্টম পে কমিশনের কাজ শুরু হওয়ায় খুশি হয়েছেন কর্মীরা।

অষ্টম বেতন কমিশনে বাড়বে গ্রাচুইটি

নতুন পে কমিশন গঠন হলে সর্বোচ্চ গ্রাচুইটির অঙ্কটা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। বর্তমানে যেখানে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা গ্রাচুইটি পাওয়া যায়, সেখানে নতুন পে কমিশন গঠন হওয়ার পর সর্বোচ্চ গ্রাচুইটি ২৫ লক্ষ বা ৩০ লক্ষ পর্যন্তও পাওয়া যাবে। উদাহরণ স্বরূপ আপনি যদি ১৮০০০ টাকা বেতনের চাকরি ৩০ বছর ধরে করে থাকেন তাহলে গ্রাচুইটি হয় ৪.৮৯ লক্ষ তবে এটাই নতুন পে কমিশন গঠনের পর ১২.৫৬ লক্ষ টাকা পাওয়া যেতে পারে।

বাড়বে ফিটমেন্ট ফ্যাক্টর

বর্তমানে সপ্তম পে কমিশন অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ রয়েছে। যার ফলে নূন্যতম বেসিক স্যালারি ১৮,০০০ থেকে বেড়ে ৪৬,৬২০ হচ্ছে। তবে অষ্টম পে কমিশনে এই ফিটমেন্ট ফ্যাক্টর আরও বাড়বে, যার ফলে নতুন নূন্যতম বেসিক স্যালারি ৫১,০০০ টাকা হয়ে যেতে পারে।

আরও পড়ুনঃ দরকার ৩৪ হাজার কোটি! সুদ সহ মিলবে বকেয়া DA/DR? বড় আপডেট দিল সরকার

শুধুই নয় বেতন বাড়বে ভাতাও

অষ্টম পে কমিশন গঠন হলে শুধুই যে নূন্যতম বেতন বৃদ্ধি পাবে তেমনটা কিন্তু নয়। মাইনে যেমন ২৫% থেকে ৩৫% বাড়তে পারে তেমনি DA, HRA, TA ইত্যাদিও বাড়বে। এছাড়া যারা অবসরগ্রহন করেছেন তাদের পেনশনের সুবিধাও ৩০% বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

সঙ্গে থাকুন ➥
X