সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংগঠন (EPFO) এবার আরো সহজ ও কার্যকর করল দাবি নিষ্পত্তির প্রক্রিয়া। দাবি নিষ্পত্তির পদ্ধতি স্বচ্ছ এবং ব্যবহারকারীদের সুবিধার্থে একাধিক নতুন পদক্ষেপ গ্রহণ করেছে EPFO। জানলে অবাক হবেন, এখন মাত্র ৩ দিনে অটো-মোডে প্রক্রিয়াকরণ হচ্ছে ৬০% অগ্রিম দাবি। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন।
গত সোমবার লোকসভায় কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে জানিয়েছেন, কর্মচারীদের সুবিধার কথা মাথায় রেখে EPFO মোট ৯টি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে, যা কোটি কোটি EPF সদস্যদের জন্য সুখবর বয়ে নিয়ে আসছে। চলুন দেখে নেওয়া যাক সেই ৯টি গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে।
১) ৯৯% দাবি অনলাইনে
এখন থেকে EPFO তে ৯৯.৩১ শতাংশ দাবি অনলাইনে জমা পড়বে। ২০২৪-২৫ অর্থবছরে ৭.১৪ কোটি অনলাইনে দাবি জমা পড়েছে। ফলে কর্মচারীদের আর অফিসে যেতে হবে না। কাজ দ্রুত হাসিল হবে।
২) ১ লক্ষ টাকা পর্যন্ত অগ্রিম দাবি অটো-মোডে
আগে শুধুমাত্র অসুস্থতা বা হাসপাতালে ভর্তির খরচের জন্য EPFO থেকে অগ্রিম অর্থ পাওয়া যেত। তবে এবার বাড়ি কেনা, শিক্ষা ও বিয়ের জন্যও এই সুবিধা চালু করা হচ্ছে। এখন ৬০% অগ্রিম দাবি কোন রকম EPFO অফিসে না গিয়ে স্বয়ংক্রিয়ভাবে নিস্পত্তি করা যাবে।
৩) মাত্র ৩ দিনের মধ্যে দাবি নিষ্পত্তি
আগে যেখানে সপ্তাহ বা মাসের পর মাস কেটে কেটে যেত, এখন মাত্র ৩ দিনে অটো-মোডে দাবি নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে। ২০২৪-২৫ অর্থবর্ষে ২.১৬ কোটি দাবি নিষ্পত্তি হয়েছে, যা বিগত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি।
৪) কেওয়াইপি সম্পন্ন হলে চেক-লিফ বাধ্যতামূলক নয়
এর আগে দাবি জমা করতে গেলে ব্যাংকে চেক-লিফ জমা দিতে হতো। কিন্তু কেওয়াইসি সম্পন্ন UAN থাকলে এখন থেকে আর চেক-লিফ লাগবে না।
৫) ট্রান্সফার ক্লেমের জন্য অনুমোদন প্রয়োজন নেই
আগে পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফারের জন্য নিয়োগকারীর অনুমোদন বাধ্যতামূলক ছিল। কিন্তু এখন ৯০% ট্রান্সফার দাবিতে আর নিয়োগকারীর কোনরকম অনুমোদন লাগবে না।
৬) সদস্যদের তথ্য সংশোধন এখন আরও সহজ
আগে কোনরকম ভুল হলে EPFO অফিসে যেতে হতো তথ্য সংশোধন করতে। কিন্তু এখন থেকে আধার যাচাই করা UAN থাকলে নিজের তথ্য নিজেই সংশোধন করা যাবে। বর্তমানে ৯৬% সংশোধন EPFO অফিসের হস্তক্ষেপ ছাড়াই সম্পন্ন করা যাচ্ছে।
৭) দাবি নিষ্পত্তি দ্রুততার জন্য কেন্দ্রীয় ডেটাবেস
EPFO সদস্যদের সমস্ত তথ্য একটি কেন্দ্রীভূত আইটি সিস্টেমে আনা হচ্ছে। এর ফলে দ্রুত এবং নির্ভুল তথ্য যাচাই করা সম্ভব হবে এবং দাবি নিষ্পত্তির প্রক্রিয়াও আরো সহজ হয়ে উঠবে।
৮) ভুল দাবির হার কমাতে সতর্কবার্তা
EPFO এবার এমন একটি ব্যবস্থা এনেছে, যেখানে সদস্যরা ভুল দাবি জমা দেওয়ার আগেই সতর্ক হতে পারবেন। ফলে অনুপযুক্ত বা ভুল দাবির সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে।
৯) ভুলভাবে লিঙ্ক হওয়া অ্যাকাউন্ট আলাদা করার সুযোগ
অনেক সময় ভুল বা প্রতারণামূলক কোন সদস্যদের পিএফ অ্যাকাউন্ট অন্য সংস্থার সঙ্গে লিঙ্ক হয়ে যেত। কিন্তু এখন থেকে EPFO সেই লিঙ্ক করা অ্যাকাউন্ট ডিলিঙ্ক করার ব্যবস্থা চালু করেছে। ফলে মাত্র ২ মাসের মধ্যে ৫৫ হাজার সদস্য তাদের অ্যাকাউন্ট ডিলিঙ্ক করতে পেরেছেন।
আরও পড়ুনঃ ৩% DA বৃদ্ধি, পেনশনভোগীদের বকেয়া পরিশোধ, সঙ্গে বিপুল চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর
এই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি EPFO সদস্যদের দীর্ঘদিন ধরে আটকে থাকা দাবি দ্রুত নিষ্পত্তি করতে সাহায্য করবে। সবথেকে বড় বিষয়, অফিসে যাওয়ার আর কোনো রকম ঝামেলা থাকবে না, যেহেতু ৯৯% কাজ অনলাইনে করা যাচ্ছে। তাই আপনার EPF দাবি যদি নিষ্পত্তিতে যদি কোন সমস্যা হয়ে থাকে তাহলে এখন খুব সহজেই তা সমাধান করে নিতে পারবেন। অজথা দৌড়াদৌড়ি করা লাগবে না।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |