সৌভিক মুখার্জী, কলকাতা: জরুরী কাজে হঠাৎ করে টাকার দরকার? লোন (Instant Loan) নিতে চাইছেন, কিন্তু ভেবে পাচ্ছেন না কীভাবে নেবেন? তবে বলে রাখি, আজকালকার ডিজিটাল যুগে এরকম আকস্মিক পরিস্থিতিতে ব্যাঙ্কে লাইনে দাঁড়িয়ে আবেদন করার প্রয়োজন নেই। হাতে শুধুমাত্র আধার কার্ড আর প্যান কার্ড থাকলে ইনস্ট্যান্ট ঘরে বসেই পেতে পারেন লোন, তাও মাত্র কয়েক মিনিটে! কিন্তু কীভাবে? জানিয়ে দিচ্ছি আজকের প্রতিবেদনে।
ইনস্ট্যান্ট লোন আসলে কী?
বলে রাখি, ইনস্ট্যান্ট লোন আদতে একপ্রকাল পার্সোনাল লোন। তবে এর মূল বৈশিষ্ট্য হল, এখানে খুব দ্রুত আবেদন করা যায় এবং অনুমোদনও খুব দ্রুত হয়। ডকুমেন্ট সেরকম কিছু দরকার পড়ে না এবং গোটা প্রক্রিয়া অনলাইনে। আর এই ধরনের লোন মূলত ডিজিটাল KYC-র মাধ্যমেই হয়। আধার কার্ড আর প্যান কার্ড থাকলেই মেলে এই লোন। ফলে যদি হঠাৎ করে সমস্যায় পড়েন, তাহলে এই লোনই হতে পারে আপনার জন্য ভরসার চাবিকাঠি।
কীভাবে আধার কার্ডের মাধ্যমে মিলবে লোন?
আজকালকার দিনে কিছু কিছু ব্যাঙ্ক শুধুমাত্র আধার কার্ড দেখেই লোন দিচ্ছে। তবে হ্যাঁ, প্যান কার্ড এবং ইনকাম প্রুভ থাকলে আবেদন প্রক্রিয়া আরও সহজ হয়, আর লোন অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনাও বাড়ে। যেহেতু আধার কার্ড বর্তমানে পরিচয়পত্র থেকে শুরু করে ঠিকানার প্রমাণপত্র হিসেবে ব্যবহৃত হয়। সে জন্যেই আলাদা করে অন্য কিছু লাগে না।
গোটা প্রক্রিয়ায় অনলাইনেই
বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনি বাড়িতে বসেই এই লোনের জন্য আবেদন করতে পারবেন। এর জন্য শুধুমাত্র মোবাইল অ্যাপ বা লেন্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, আর আধার কার্ড, প্যান কার্ড ও ইনকাম প্রুপ আপলোড করতে হবে। এরপর কয়েক মিনিটে ডিজিটাল KYC সম্পন্ন হলেই পেয়ে যাবেন ইনস্ট্যান্ট লোন।
আরও পড়ুনঃ ২ মাসের মধ্যেই ভারতে চালু হচ্ছে Satrlink-র পরিষেবা, দেখে নিন কত হবে খরচ
কারা এই ইনস্ট্যান্ট লোন পেতে পারেন?
বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গেল, এই ইনস্ট্যান্ট লোন পেতে গেলে আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। পাশাপাশি বয়স হতে হবে 21 থেকে 60 বছরের মধ্যে। তবে হ্যাঁ, আপনি চাকরিজীবী বা ব্যবসায়ী, যেকোনো জীবিকার মানুষ হলেই লোন পাবেন। শুধু ইনকামের কিছু প্রমাণ থাকতে হবে এবং ক্রেডিট স্কোর সামান্য সন্তোষজনক হলে দ্রুত অ্যাপ্রভাল পাবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |