শ্বেতা মিত্র, কলকাতাঃ আধার এবং প্যান কার্ডের ব্যবহারের উপর স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্রীয় সরকারের তরফে নানা রকম পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। প্যান এবং আধার কার্ড লিঙ্ক করারও পরামর্শ দেওয়া হয় কেন্দ্রের তরফে। তবে যারা এই পরামর্শ মানেননি তাদের জন্য রইল খারাপ খবর। আপনিও যদি এখনো অবধি এই প্যান এবং আধার কার্ডের লিঙ্ক না করিয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।
প্যান-আধার লিঙ্ক করার ডেডলাইন কবে জানেন?
আপনি কি এখন অবধি প্যান ও আধার লিঙ্ক করার ডেডলাইন জানেন না? তাহলে জানিয়ে রাখি, এর জন্য ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আয়কর দফতর। যদি আপনি ৩১ ডিসেম্বরের মধ্যে প্যান এবং আধার লিঙ্ক না করেন তবে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। যার ফলে আগামী দিনে ট্যাক্স ফাইল করা, লেনদেন করা সহ অন্যান্য অসুবিধার সম্মুখীন হতে হবে।
প্যান-আধার লিঙ্ক করার জন্য জরিমানা
২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্যান কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের সুবিধা বিনামূল্যে দিয়েছিল সরকার। কিন্তু এখন বিলম্ব ফি হিসেবে এক হাজার টাকা জরিমানা দিতে হচ্ছে। আগে জরিমানা ছিল ৫০০ টাকা, যা এখন বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে। অর্থাৎ প্যানের সঙ্গে আধার কার্ড সংযুক্তি করলে এবার ১ হাজার টাকা জরিমানা দিতে হবে।
জানলে আকাশ থেকে পড়বেন, প্যান-আধার লিঙ্ক নিয়ে কত টাকা রোজগার হয়েছে কেন্দ্রীয় সরকারের। ২০২৩ সালের ১ জুলাই থেকে যে নিয়ম শুরু হয়েছে সেখানে ১ হাজার টাকা ফাইন দিতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যেই তাদের হাতে ৬০০ কোটি টাকা ফাইন হিসাবে এসেছে। এই জরিমানার টাকা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
কীভাবে লিঙ্ক করবেন আধার- প্যান?
আপনিও যদি এখনও অবধি আধার-প্যান লিংক না করিয়ে থাকেন তাহলে কীভাবে করবেন জেনে নিন প্রক্রিয়া।
১) সবার প্রথমে ইনকাম ট্যাক্স ওয়েবসাইটের ওয়েবসাইট ভিজিট করুন- eportal.incometax.gov.in বা incometaxindiaefiling.gov.in -এ।
২) এরপর ইউজার আইডির পরিবর্তে প্যান নম্বর পূরণ করে রেজিস্ট্রেশন করুন।
৩) এবার প্যানের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য একটি পপ উইন্ডো থাকবে। এমনটা না হলে প্রোফাইল সেটিংসে গিয়ে আধারের লিঙ্কে ক্লিক করুন।
৪) এখানে আপনি প্যান কার্ডের তথ্য যেমন জন্ম তারিখ, লিঙ্গ এবং নাম দেখতে পাবেন।
৫) আধারের সাথে আপনার তথ্য মিলিয়ে নিন। তারপর Link Now বাটনে ক্লিক করুন।
৬) এর পর আপনার স্ক্রিনে লেখা থাকবে যে আপনার প্যানের সঙ্গে আধার লিঙ্ক করা হয়েছে।