সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিবছরই ফোর্বস বিশ্বের ধনকুবেরদের তালিকা প্রকাশ করে। যেখানে উঠে আসে কার সম্পত্তি কতটা বৃদ্ধি হয়েছে বা পতন হয়েছে। 2025 সালে ফোর্বস আবারো বিশ্বের সব ধনকুবেরদের তালিকা প্রকাশ করেছে, যেখানে বড়সড় চমক দেখা দিয়েছে। কারণ গত বছর সেরা দশে থাকা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালকিন মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবার নাকি 18 নম্বরে নেমে গিয়েছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এর আগে গৌতাম আদানি তালিকার প্রথম 10 থেকে ছিটকে গিয়েছিলেন। আর এবার একই পরিণতি হল ভারতের সবথেকে বড় শিল্পপতি আম্বানির ক্ষেত্রেও।
আম্বানির সম্পদ কমলো 23.5 বিলিয়ন মার্কিন ডলার
ফোর্বসের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ 23.5 বিলিয়ন মার্কিন ডলার কমে গিয়েছে। গত বছর তার সম্পদের পরিমাণ ছিল 116 বিলিয়ন মার্কিন ডলার। আর এবছরে তা কমে দাঁড়িয়েছে মাত্র 92.5 বিলিয়ন মার্কিন ডলার। আর এই বিরাট পতনের কারণেই তিনি প্রথম 10 থেকে ছিটকে 18তম স্থানে পৌঁছে গিয়েছেন।
আর স্বাভাবিকভাবেই এই পরিবর্তনকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে চর্চা শুরু হয়েছে। কেউ কেউ মজা করে বলছেন, “এবার তবে গরিব হলেন আম্বানি।” তবে বাস্তবে এই বিরাট সম্পদের একজন মালিকের ধনকুবেরের তালিকায় স্থান পরিবর্তন নতুন কিছু নয়। এটা ব্যবসায়ী ওঠানামার প্রতিফলন।
এখন বিশ্বের সবথেকে ধনী কে?
সূত্র বলছে, 2025 সালের ধনকুবেরদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন টেসলার মালিক ইলন মাস্ক। বর্তমান তার সম্পদের পরিমাণ 342 বিলিয়ন মার্কিন ডলার। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ। তিনি আমাজনের মালিক জেফ বেজোসকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে ঢুকে পড়েছেন। তালিকার তিন নম্বর রয়েছেন জেফ বেজোস এবং পাঁচ নম্বরের রয়েছে বার্নার্ড আর্নল্ট, যিনি এতদিন তালিকার শীর্ষস্থান ধরে রেখেছিল। অন্যদিকে গৌতম আদানির অবস্থান 28 নম্বরে, যার মোট সম্পদের পরিমাণ 56.3 বিলিয়ন মার্কিন ডলার।
বর্তমান তালিকার চিত্র
এবারের তালিকায় বেশ কিছু চমক রয়েছে। 2025 সালের তালিকায় মোট 3028 জন ধনকুবেরদের নাম প্রকাশ করা হয়েছে। সূত্র বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তালিকার একেবারে 700 নম্বরে পৌঁছে গেছেন । আর ভারতের শীর্ষ দুই ধনী আম্বানি এবং আদানি দুজনেই তাদের আগের অবস্থান থেকে অনেকটাই ছিটকে গিয়েছেন। মূলত বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, বিনিয়োগে বাজারের ওঠানামা, ব্যবসায়িক পরিবর্তন এসবই স্থান পতনের মূল কারণ।
আরও পড়ুনঃ গরমের ছুটির আগেই বদলে গেল স্কুলের টাইমিং! দাবদাহ থেকে পড়ুয়াদের বাঁচাতে নয়া নির্দেশ
আম্বানি কি আগের জায়গায় ফিরবেন?
বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতের অন্যতম বৃহৎ কর্পোরেট সংস্থা। যদিও এবছর মুকেশ আম্বানি তালিকায় কিছুটা পিছিয়ে পড়েছে। তবে তার ব্যবসায়িক পরিকল্পনা যদি আবারো সফল হয়, তিনি আবারও দশের মধ্যে ঢুকে যেতে পারেন। এমনকি শীর্ষস্থানে দখল করতে পারেন। এখন সেটা সময়ই বলে দেবে।