শ্বেতা মিত্র, কলকাতাঃ বছর শেষ হওয়ার আগে পোয়া বারো হয়েই চলেছে সরকারি কর্মীদের। বিশেষ করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের লটারি লেগেই চলেছে। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। এমনিতে দীপাবলির আগেই কেন্দ্রীয় কর্মচারীদের দারুণ খবর দিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকার কোটি কোটি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (Dearness allowance) বাড়ানোর ঘোষণা করেছিল, যার পরে এটি ৫০ শতাংশ থেকে বেড়ে ৫৩ শতাংশ হয়েছে। এই বৃদ্ধি ১ জুলাই, ২০২৪ থেকে কার্যকর হবে অর্থাৎ কর্মচারীদের গত তিন মাসের জন্য বকেয়া দেওয়া হবে। তবে এখানেই শেষ নয়, মহার্ঘ ভাতা বৃদ্ধির পাশাপাশি কর্মচারীদের অন্যান্য বড় ভাতাও বাড়ানো হয়েছে। ফলে সকলের মধ্যে খুশির হাওয়া বইছে।
DA বেড়েছে ৫৩%
এক রিপোর্ট অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা যখন মূল বেতনের ৫০ শতাংশের বেশি হবে, তখন অন্যান্য বড় ভাতাও নিজে থেকে পরিবর্তন হয়। এই নিয়মটি মুদ্রাস্ফীতি এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয়কে সামঞ্জস্য রেখে বাড়ানো হয় যাতে কর্মচারীরা সঠিকভাবে নিজেদের জীবন কাটাতে পারেন।
এমন পরিস্থিতিতে যখন মহার্ঘ ভাতা ৫৩ শতাংশ, তখন কেন্দ্রীয় কর্মচারীদের প্রাপ্ত অন্যান্য ভাতাও বেড়েছে। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার DA এবং DR ৪ শতাংশ বাড়িয়েছিল, যার পরে তা বেড়ে হয়েছে ৫০ শতাংশ। তাই বাকি ১৩টি বড় ভাতা ২৫ শতাংশ বাড়ানো হয়েছে।
২৫% শতাংশ অবধি বাড়ল ভাতা
একই সময়ে, কিছুদিন আগে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (এমওএইচ অ্যান্ড এফডাব্লু) সম্প্রতি যোগ্য কর্মীদের জন্য পোশাক ভাতা এবং নার্সিং ভাতা ২৫% বৃদ্ধির ঘোষণা করেছে। ৫০ শতাংশ ডিএ বৃদ্ধির পর অন্যান্য ভাতা বৃদ্ধির আওতায় মন্ত্রক এ ঘোষণা করেছে।