সহেলি মিত্র, কলকাতা: ডিএ (DA) নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের মাঝেই ফের ভাগ্য বদলে গেল সরকারি কর্মীদের। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া ডিএ বা মহার্ঘ্য ভাতার ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। আগামী ৬ সপ্তাহের মধ্যে এই কাজের নির্দেশ দেওয়া হয়েছে সরকারকে। যদিও এসবের মাঝে রাজ্যের বিভিন্ন দফতরে কর্মরত কর্মীদের জন্য বিরাট ঘোষণা করল রাজ্য সরকার। মূলত সকলের দৈনিক মজুরি বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। আর এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি অবধি জারি করেছে শ্রম দফতর। শ্রম দফতরের নির্দেশিকা ঘিরে বহু কর্মীর মধ্যে খুশির হাওয়া বইছে।
টাকা বাড়ল বহু কর্মীর
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কাদের টাকা বাড়ছে? তাহলে জানিয়ে রাখি, রাজ্যের বিভিন্ন দফতরে কর্মরত অস্থায়ী কর্মীদের দৈনিক মজুরি বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার।শ্রম দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সকলের এক ধাক্কায় ২২ টাকা মজুরি বৃদ্ধি করা হয়েছে। এই টাকা বৃদ্ধির ফলে যেসব অস্থায়ী গ্ৰুপ সি, গ্রুপ-ডি ও অন্যান্য শ্রমিক লাভবান হবেন।
বিজ্ঞপ্তি জারি শ্রম দফতরের
সরকারি সূত্রে খবর, অস্থায়ী গ্রুপ-ডি কর্মীদের দৈনিক ভাতা বেড়ে ৪৮৭ টাকা হয়েছে। অস্থায়ী গাড়ি চালকদের ক্ষেত্রে ৪৯৭ টাকা এবং গ্রুপ-সি কর্মীদের ক্ষেত্রে তা বেড়ে হয়েছে ৪৯৮ টাকা। সরকারি সূত্রে জানা যাচ্ছে, সাধারণত রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত হারে ডিএ ঘোষণা করা হলে তার সঙ্গে সঙ্গতি রেখেই দৈনিক মজুরির ভিত্তিতে নিযুক্ত অস্থায়ী কর্মীদের ভাতা বাড়ানো হয়ে থাকে। তাই এইসব কর্মীদের দৈনিক মজুরি বাড়ানো হয়েছে।
আরও পড়ুনঃ লজ্জা পাবে নামীদামী প্লেয়ারও! IPL-এ বৈভব সূর্যবংশীর বল প্রতি কত আয় হল জানেন?
কর্মীদের একাংশের অভিযোগ, সেক্ষেত্রে সংশ্লিষ্ট দফতর মজুরি বৃদ্ধি নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে দেরি করে থাকে। ফলে অস্থায়ী কর্মীদের সমস্যায় পড়তে হয়। যদিও আগামী দিনে সরকার কী সিদ্ধান্ত নেয় সেদিকে নজর থাকবে সকলের।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |