Indiahood-nabobarsho

EMI নিয়ে বড় ঘোষণা করল BOI ও UCO ব্যাঙ্ক, RBI-র সিদ্ধান্তে হল কাজ

Published on:

uco bank

সহেলি মিত্র, কলকাতাঃ মুদ্রাস্ফীতির আবহে ফের একবার বড় স্বস্তি পেলেন দেশের মানুষ। ইতিমধ্যে বুধবার রেপো রেট কমানোর ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর ফলে সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষের কাঁধ থেকে ইএমআইয়ের বোঝা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। তবে এখানেই শেষ নয়, এবার দেশের প্রথম সারির দুটি ব্যাঙ্ক নিজেদের গ্রাহক থেকে শুরু করে যারা ইএমআই নেবেন বলে ভাবছেন তাঁদের স্বস্তি দিয়েছে। এক ধাক্কায় অনেকটাই ইএমআই সস্তা করে দিয়েছে দুটি ব্যাঙ্ক। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে সেই ব্যাঙ্ক দুটির নাম কী? জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বড় ঘোষণা করল BOI, UCO Bank

বুধবার আরবিআই রেপো রেট ০.২৫ শতাংশ হ্রাস করার ঘোষণা করেছেন। এবার এই ঘোষণার কয়েক ঘন্টা পরেই দেশের দুটি সরকারি ব্যাংক – ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইউকো ব্যাংক – তাদের ঋণ সস্তা করার ঘোষণা করেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এক রিপোর্ট অনুযায়ী, উভয় ব্যাংকই ঋণের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করেছে। বুধবার থেকে ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন হার কার্যকর হয়েছে।

উভয় ব্যাংকের সুদের হার কমানোর ফলে হোম লোন থেকে শুরু করে কার ঋণ, পার্সোনাল লোন এবং অন্যান্য লোন সস্তা হবে এবং EMI এর বোঝাও কিছুটা কমবে। দুটি সরকারি ব্যাঙ্কই পৃথক নিয়ন্ত্রক ফাইলিংয়ে জানিয়েছে যে, আগের দিন আরবিআই স্বল্পমেয়াদী ঋণের হার বা রেপো রেট কমানোর পর সুদের হারগুলি সংশোধিত হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

RBLR এখন কত?

এবার জেনে নেওয়া যাক এই দুটি সরকারি ব্যাঙ্কের আরবিএলআর কত? ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন রেপো ভিত্তিক ঋণের হার (RBLR) ৮.৮৫ শতাংশ, যেখানে আগে এটি ছিল ৯.১০ শতাংশ। ব্যাংক অফ ইন্ডিয়া একটি নিয়ন্ত্রক ফাইলিংয়ে জানিয়েছে, নতুন হার বুধবার থেকে কার্যকর হবে। অন্যদিকে ইউকো ব্যাংক জানিয়েছে যে তারা বৃহস্পতিবার থেকে কার্যকরভাবে তাদের রেপো লিঙ্কড রেট ৮.৮ শতাংশে কমিয়ে এনেছে।

আরও পড়ুনঃ রোহিত কন্যার স্কুল ফি-র টাকায় কেনা যাবে বিলাসবহুল গাড়ি! অঙ্ক জানলে ভিমড়ি খাবেন 

রেপো রেট কমাল RBI

বুধবার রেপো রেট কমানোর ঘোষণা করেন RBI-এর নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রা। সর্বশেষ আপডেট অনুযায়ী, এখন রেপো রেট ৬ শতাংশে নেমে এসেছে। ২০২৫ সালে এটি টানা দ্বিতীয়বারের মতো আরবিআই রেপো রেট কমাল। এর আগে গত ফেব্রুয়ারি মাসে রেপো রেট ০.২৫ শতাংশ কমানো হয়েছিল, তখন তা ৬.২৫ শতাংশে নেমে আসে। যাইহোক, আগামী দিনে আরও অন্যান্য কোনও ব্যাঙ্ক লোন থেকে শুরু করে ইএমআই-এর হার কম করে কিনা সেদিকে নজর থাকবে সকলের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group