লোনের জন্য কম গুণতে হবে EMI, মাসের শুরুতেই বিরাট ঘোষণা করল RBI

Published:

RBI Repo Rate cut announced Loan EMI will be lesser
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ সাধারণ মানুষকে বিরাট স্বস্তি দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI। এবার সকলের কাঁধ থেকে আরও বেশ খানিকটা ইএমআই(EMI)-এর বোঝা কমতে চলেছে বলে খবর। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

আরও স্বস্তা হল EMI

আসলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া টানা তৃতীয়বারের মতো রেপো রেট (RBI Repo Rate) কমিয়েছে। পলিসি রেট ৫০ বেসিস পয়েন্ট (বিপিএস) কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে, ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসে এটি ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল। অর্থাৎ, রেপো রেট ছয় মাসে ১০০ বেসিস পয়েন্ট অর্থাৎ এক শতাংশ কমেছে। রেপো রেট কমানোর অর্থ হল গৃহঋণের সুদের হার কমানো হবে।

আরবিআই-এর এহেন সিদ্ধান্তের ফলে গৃহঋণের ইএমআই বা ঋণের সময়কাল কমে যাবে। আরবিআই ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) ১০০ বেসিস পয়েন্ট কমিয়ে ৩% করেছে। আগে এটি ছিল ৪%। সিআরআর এবং রেপো রেট কমানোর ফলে ব্যাংকগুলির জন্য গৃহঋণের সুদের হার কমানো সহজ হবে।

উপকৃত হবেন সাধারণ মানুষ

আজ মুদ্রানীতি সভায় আরবিআই মুদ্রানীতির অবস্থান ‘অনুকূল’ থেকে ‘নিরপেক্ষ’ করেছে। এর অর্থ হল এখন আরও হার কমানোর সম্ভাবনা কম। এটি মূলত মুদ্রাস্ফীতি এবং বৃদ্ধির প্রবণতার উপর নির্ভর করবে। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন যে আরবিআই দ্রুত রেপো রেট ১০০ বিপিএস কমিয়েছে এবং আরও কমানোর সুযোগ খুব কম। এখন প্রশ্ন উঠছে, কত টাকা কম ইএমআই গুনতে হবে? ক্রেডম্যানেজারের প্রতিষ্ঠাতা এবং সিইও দীপক কুমার জৈন বলেন যে ২০ বছরের জন্য ৫০ লক্ষ টাকার গৃহ ঋণের ইএমআই প্রায় ৩,১৬৪ টাকা কমে যায়। ১ কোটি এবং ১.৫ কোটি টাকার ঋণের জন্য, মাসিক সঞ্চয় প্রায় ৬,৩২৯ এবং ৯,৪৯৩ টাকা।

আরও পড়ুনঃ অষ্টম বেতন পে কমিশন চালুর আগেই সুখবর! কর্মীদের জন্য বড় সুবিধা ঘোষণা কেন্দ্রের

যদি আপনি ঋণের মেয়াদ একই রাখেন, তাহলে আপনার EMI ৪৩,৩৯১ টাকা থেকে কমে ৪০,২৮০ টাকা হবে। এর মানে হল আপনি প্রতি মাসে ৩,১১১ টাকা সাশ্রয় করবেন। যদি আপনি ৪৩,৩৯১ টাকায় EMI একই রাখেন, তাহলে আপনার গৃহ ঋণের মেয়াদ ২০ বছর থেকে কমে ১৭ বছর হবে। এর মানে হল প্রায় তিন বছর হ্রাস।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join