প্রীতি পোদ্দার: চলতি বছর লোকসভা নির্বাচনের আগে, কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। যেখানে আগে ৪৬ শতাংশ DA দেওয়া হতো, সেখানে একধাক্কায় ৪ শতাংশ DA বাড়িয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ বর্তমানে ৫০ শতাংশ হারে DA দেওয়া হয়ে থাকে কেন্দ্রীয় কর্মীদের। আসলে জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়। সেই ভিত্তিতে খবর রটেছিল যে পুজোর মরশুমে কেন্দ্রীয় কর্মীদের ফের DA বৃদ্ধি করতে পারে সরকার। আর সেই কথাতেই এবার সিলমোহর দিল কেন্দ্রীয় সরকার।
অবশেষে DA বৃদ্ধি কেন্দ্রীয় কর্মীদের!
এর আগে গত ৩ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়েছিল। ওই বৈঠকে আশা করা হয়েছিল DA বৃদ্ধির কথা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেইবার কিছুই হলো না। তবে আজ লক্ষ্মী পুজোর দিনে কেন্দ্রীয় কর্মীদের দারুণ সুখবর দিল মোদী সরকার। আজ অর্থাৎ বুধবার মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য DA বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়ে দিল মোদী সরকার। ৩ শতাংশ DA বৃদ্ধির বিষয়ে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় কর্মীরা ৫০ নয় একেবারে ৫৩ শতাংশ হারে DA পাবে। দীপাবলীর আগে এই সুখবর পেয়ে বেশ উপকৃত হবেন প্রায় ১ কোটি মানুষ।
অক্টোবরেই তিন মাসের DA ঢুকবে
চলতি বছরের ১ জুলাই থেকে বর্ধিত হারে DA মিলবে বলে জানা গিয়েছে। অক্টোবর মাসের বেতনের সঙ্গে জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বর, এই তিন মাসের DA এরিয়ার হিসেবে ঢুকবে। অবশেষে কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স-এর এক আধিকারিক এর DA বৃদ্ধি নিয়ে খবর সত্যি হল। উৎসবের মরশুমে এইরূপ DA বৃদ্ধিতে বেশ খুশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশন ভোগীরা।
প্রসঙ্গত মূল্যবৃদ্ধির বাজারে যে হারে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, তাতে কেন্দ্রের এইরূপ চমকে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁরা। বরাবর মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশন ভোগীদের DA ও DR বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার।