কমল সুদের হার, দীপাবলির আগেই গ্রাহকদের স্বার্থে বড় ঘোষণা SBI-র

Published on:

sbi interest rates

কলকাতাঃ দীপাবলির আগেই দেশবাসীকে বিরাট বড় চমক দিল সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India)। সকলকে চমকে দিয়ে বা বলা ভালো স্বস্তি দিয়ে লক্ষ্মীপুজো ও কালীপুজোর আগে সুদের হার কমাল SBI। হ্যাঁ ঠিকই শুনেছেন। এদিকে উৎসবের আবহে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এহেন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন দেশবাসী। এখানে একটি বিষয় বলে রাখা জরুরি, নামী ব্যাঙ্ক SBI মাত্র এক মাসের জন্য তার প্রান্তিক ব্যয় ভিত্তিক ঋণ হারে (এমসিএলআর) পরিবর্তন করেছে। এই পরিবর্তনগুলি ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ২০২৪ অর্থাৎ মাত্র এক মাস পর্যন্ত কার্যকর হবে।

সুদের হার কমাল SBI

সম্প্রতি ব্যাঙ্কের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছেম আর এই বিজ্ঞপ্তি অনুযায়ী, এই এমসিএলআর মেয়াদে এসবিআই সুদের হার ২৫ বেসিক পয়েন্ট (বিপিএস) কমিয়েছে। যদিও অন্যান্য হারে কোনও পরিবর্তন করা হয়নি এবং এসবিআইয়ের এই নতুন MCLR হার ১৫ অক্টবর থেকে কার্যকর হবে। সোজা কথায়, এই মাসের জন্য সুদের হার ০. ২৫% কমানো হয়েছে এবং নতুন সুদের হার ৮. ২০% থেকে ৯. ১% এর মধ্যে নির্ধারণ করা হয়েছে।

MCLR কী?

এখন আপনার মাথাতেও নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে মাসিলের জিনিসটা ঠিক কী? মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড ল্যান্ডিং রেটিং বা MCLR হল ব্যাংক ঋণের উপর দেওয়া সর্বনিম্ন সুদের হার। আর এখন SBI এর এই MCLR সুদের হার ০.২৫ শতাংশ কমানো হয়েছে। এসবিআই এমসিএলআর ঋণের পরিমাণ হবে ৮.২০ শতাংশ থেকে ৯.১ শতাংশের মধ্যে। একই সময়ে, ওভারনাইট এমসিএলআর ৮. ২০% হবে। তবে, এই এক মাসের হার ৮. ৪৫% থেকে কমিয়ে ৮. ২০% করা হয়েছে, যা ২৫ বেসিস পয়েন্ট হ্রাস হচ্ছে। অন্যান্য সুদের হারে কোনও পরিবর্তন নেই।

অর্থাৎ, ছয় মাসের এমসিএলআর হার ৮.৮৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এক বছরের এমসিএলআর সংশোধন করে ৮.৯৫ শতাংশ, দুই বছরের এমসিএলআর ৯.০৫ শতাংশ এবং তিন বছরের এমসিএলআর ৯.১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥