বছরে ৫০ হাজার টাকা, পড়ুয়াদের জন্য একদম নতুন স্কলারশিপ, জানুন আবেদন পদ্ধতি

Published on:

AICTE scholarship how to apply know eligibility

পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেশের ছাত্র ও যুবসমাজই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের উচ্চশিক্ষার পথে যাতে অর্থ কখনো বাঁধা না হয়ে দাঁড়াতে পারে এর জন্য সরকারের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রাইভেট কোম্পানির তরফ থেকেও স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। আজ এমনই একটি স্কলারশিপ AICTE Scholarship সম্পর্কে আপনাদের জানাব।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

AICTE Scholarship 2024

অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের (AICTE) তরফ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য স্কলারশিপ প্রকল্পের ঘোষণা করা হয়েছে। যেখানে টেকনিক্যাল কোর্সে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা আবেদন করে ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেয়ে যেতে পারে। কিভাবে আবেদন করতে হবে? কি কি যোগ্যতা লাগবে? সমস্তটা বিস্তারিত জানানো হল আজকের প্রতিবেদনে।

স্কলারশিপে আবেদনের যোগ্যতাঃ

এই স্কলারশিপে আবেদনের জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল নিম্নরুপঃ

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

১। করোনা মহামারিকালে যদি মা-বাবার মৃত্যু হয়ে থাকে, বা আবেদনকারী অনাথ হয়ে থাকে তাহলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এছাড়া কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনীর শহীদের সন্তানেরাও আবেদন করতে পারবে।

২। আবেদনকারীকে অবশ্যই AICTE এর অন্তর্গত কোনো একটি কলেজে বা শিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে থাকতে হবে।

৩। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৮,০০,০০০ টাকা নিচে হতে হবে।

আবেদন পদ্ধতিঃ

১। আবেদন করার জন্য প্রথমেই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে (NSP) চলে যেতে হবে। সেখানে রেজিস্ট্রেশন পক্রিয়া সম্পন্ন করতে হবে।

২। এরপর AICTE Scholarship এর আবেদনফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে।

৩। তারপর যে প্রতিষ্ঠানে ডিগ্রি বা ডিপ্লোমার জন্য ভর্তি হয়েছে সেখান থেকেই আবেদনের ভেরিফিকেশন হবে ও প্রয়োজনীয় কাজ সারা হবে।

৪। এখানেই শেষ নয়, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের ভেরিফিকেশনের পর স্ক্রুটিনির জন্য জেলার শিক্ষা দফতরে পাঠানো হবে আবেদনটিকে, সেখানে সব ঠিক থাকলে স্কলারশিপের টাকা পাওয়া যাবে।

আবেদনের জন্য প্রয়োজনী ডকুমেন্টঃ

১। মা, বাবার মৃত্যুর শংসাপত্র / শাহিদ শংসাপত্র (শুধুমাত্র সশস্ত্র বাহিনী বা আধাসামরিক বাহিনীর শহীদের সন্তানদের ক্ষেত্রে)

২। দশম শ্রেণীর বা দ্বাদশ শ্রেণীর পরীক্ষার রেজাল্ট

৩। জাতিগত শংসাপত্র (যদি থাকে)

৪। ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সে ভর্তির শংসাপত্র

৫। পারিবারিক আয়ের শংসাপত্র

আবেদনের অফিসিয়াল লিঙ্ক : আবেদনের অফিসিয়াল পোর্টাল

স্কলারশিপের অফিসিয়াল বিজ্ঞপ্তি : https://scholarships.gov.in/public/schemeGuidelines/AICTE/AICTE_3039_G.pdf

আবেদনের শেষ তারিখ : 30th November 2024

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group