উচ্চ মাধ্যমিক পাসে প্রতি বছর ৪০০০০ টাকা স্কলারশিপ, পড়ুয়াদের জন্য দারুণ স্কিম LIC-র

Published on:

lic golden jubilee scholarship 2024

পার্থ সারথি মান্না, কলকাতাঃ পড়ুয়াদের শিক্ষার মাঝে অর্থ যাতে কোনো বাঁধা না হয়ে দাঁড়ায় তার জন্য দেশের সবচেয়ে পুরোনো ও বিশ্বস্ত বীমা সংস্থা লাইফ ইন্সুরেন্সস কর্পোরেশন অফ ইন্ডিয়া (Life Insurance Corporation) এর তরফ থেকে একটি স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। সম্প্রতি সেটার আবেদন পক্রিয়া শুরু হয়েছে। কিভাবে আবেদন করবেন? কি কি যোগ্যতা লাগবে? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

LIC Golden Jubilee Scholarship 2024

WhatsApp Community Join Now

যেমনটা শুরুতেই বলা হয়েছে LIC এর তরফ থেকে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়। যার মাধ্যমে ৪০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হয়। দ্বাদশ শ্রেণী পাশ করার পর উচ্চশিক্ষার সময়ে এর জন্য আবেদন করা যায়। নিচে এর যোগ্যতা ও আবেদন পদ্ধতি জানানো হল।

LIC গোল্ডেন জুবলি স্কলারশিপের পরিমাণ

এই স্কলারশিপে আবেদন করলে দশম শ্রেণী থেকে শুরু করে ডিগ্রি কোর্সের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করা হয়। তবে কোষের উপর ভিত্তি করে টাকার অঙ্কটা পরিবর্তন হয়ে যায়। যদি উচ্চমাধ্যমিকের পর ডিপ্লোমা কোর্স পড়াকালীন আবেদন করা হয় তাহলে ১৫০০০ টাকা পাওয়া যাবে।

তবে যদি গ্রাজুয়েশন বা সমতুল্য কোনো ডিগ্রি কোর্স ভর্তি হলে ২০,০০০ টাকা পাওয়া যাবে। এছাড়া যদি B.E, B.Tech বা B.Arch জাতীয় কোর্স ভর্তি হয় তাহলে ৩০,০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে। আর MBBS, BAMS বা BDS এ ভর্তি হলে সর্বোচ্চ ৪০,০০০ টাকা যাওয়া যাবে।

আবেদনের যোগ্যতাঃ

  • এই স্কলারশিপের জন্য আবেদনকরতে চাইলে আবেদনকারীকে নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে।
  • শেষ পরীক্ষায় ৬০% নম্বর সহ পাশ করে থাকতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই দ্বাদশ শ্রেণী বা গ্রাজুয়েশন বা ডিপ্লোমা / ডিগ্রি কোর্সের ছাত্র হতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ ২,৫০,০০০ টাকার মধ্যে হতে হবে।

আবেদনের পদ্ধতিঃ

১। যদি কেউ LIC Golden Jubilee Scholarship এর জন্য সবার প্রথমেই buddy4study ওয়েবসাইটে চলে যেতে হবে। এরপর সেখানে স্কলারশিপের নামের উপরে ক্লিক করতে হবে।

২। এবার প্রথমবার এসে থাকলে রেজিস্ট্রেশন করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। তাহলেই আবেদনের ফর্ম খুলে যাবে।

৩। আবেদনের ফর্মটিকে সমস্ত সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। একইসাথে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে দিতে হবে।

৪। ডকুমেন্টস আপলোড করা হয়ে গেলে সবটা প্রথম থেকে চেক করে সাবমিট মেরে দিলেই আবেদন সম্পন্ন। সব ঠিক থাকলে ও যোগ্য হলে স্কলারশিপের টাকা পাওয়া যাবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  • পারিবারিক আয়ের শংসাপত্র
  • জাতিগত শংসাপত্র (যদি থাকে)
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টার তথ্য
  • শেষ পরীক্ষার মার্কশিট
  • মোবাইল নাম্বার

এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ হল ২২ শে ডিসেম্বর ২০২৪। তাই যারা এখনও পর্যন্ত আবেদন করোনি তারা শেষ তারিখের আগেই আবেদন করে ফেলতে পারো।

সঙ্গে থাকুন ➥
X