মাধ্যমিক, HS-এ ৫০% নম্বরে মিলবে ১ লক্ষ ২০০০০ টাকা! মেয়েদের জন্য চালু নতুন স্কলারশিপ

Published on:

shri tulsi tanti scholarship 2025

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ যাতে বোঝা না হয়ে যায় তার জন্য রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে প্রাইভেট কোম্পানি ও এনজিওর তরফ থেকে স্কলারশিপ (Scholarship) প্রদান করা হয়ে থাকে। এমনই একটি স্কলারশিপের জন্য আবেদন চালু হয়েছে যেখানে আবেদন করলে ১,২০,০০০ টাকা পর্যন্ত পাওয়া যাতে পারে উচ্চশিক্ষার জন্য।

শ্রী তুলসী তাঁতি স্কলারশিপ । Shri Tulsi Tanti Scholarship 2025

WhatsApp Community Join Now

সুজলন এনার্জির তরফ থেকে নতুন একটি স্কলারশিপ চালু করা হয়েছে। সেটির নাম হল শ্রী তুলসী তাঁতি স্কলারশিপ। মূলত তিনটি ক্ষেত্রে এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। ক্লাস নাইনের মেয়েদের জন্য, স্নাতকোত্তরের পর B.E বা B.Tech কোর্সের জন্য ও Diploma কোর্সের জন্য। আজকের প্রতিবেদনে B.E ও B.Tech কোর্সের জন্য কি যোগ্যতা লাগবে কি ভাবে আবেদন করবেন সমস্ত তথ্য দেওয়া রইল।

১,২০,০০০ টাকার স্কলারশিপ

স্নাতক কোর্স শেষ হওয়ার পর কেউ যদি B.E বা B.Tech করতে চান অথচ টাকার কারণে আটকে যাচ্ছেন, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। আবেদন গ্রহণ হলে ১ লক্ষ ২০ হাজার টাকার আর্থিক সাহায্য পাওয়া যাবে।

আবেদনের যোগ্যতা

১। আবেদনকারী প্রার্থীকে B.E বা B.Tech এর কোর্সে ভর্তি হয়ে থাকতে হবে বা বলা ভালো প্রথম বর্ষের পড়ুয়া হতে হবে।

২। আবেদনকারীর দশম ও দ্বাদশ শ্রেণীর রেজাল্টে অন্তত ৫০% নাম্বার থাকতেই হবে।

৩। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষ টাকা বা তার নিচে হতে হবে।

৪। যারা এই স্কলারশিপের জন্য আবেদন করবেন তাদের অবশ্যই ভারতীয় হতে হবে আর মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, রাজস্থান, তামিলনাড়ু, কর্ণাটক, পুদুচেরি ও দমনের কলেজে ভর্তি হয়ে থাকবে।

আবেদনের পদ্ধতি

১। যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে প্রথমেই Study4Buddy ওয়েবসাইটে চলে যেতে হবে। এরপর প্রথমবার পোর্টালে এসে থাকলে রেজিস্ট্রেশন করে নিন ও ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে।

২। লগ ইন করার পর শ্রী তুলসী তাঁতি স্কলারশিপে ক্লিক করলেই আবেদন ফর্ম খুলে যাবে। সেখানে যথাযথ তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করে নিতে হবে।

৩। ফর্ম ফিলাপ করা হয়ে গেলে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে সবটা শুরু থেকে চেক করে ফর্ম সাবমিট করে দিতে হবে। ব্যাস তাহলে আবেদন পক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • আধার কার্ড
  • দশম ও দ্বাদশ শ্রেণীর রেজাল্ট
  • শেষ দেওয়া পরীক্ষার রেজাল্ট
  • B.E বা B.Tech কোর্স ভর্তি হওয়ার প্রমাণ
  • পরিবারের আয়ের শংসাপত্র
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টার তথ্য
  • কালার পাসপোর্ট সাইজ ছবি

আবেদনের শেষ তারিখঃ ১০ই ডিসেম্বর ২০২৪

সঙ্গে থাকুন ➥
X