সহেলি মিত্র, কলকাতা: লাগামছাড়া মুদ্রাস্ফীতি থেকে ফের কিছুটা স্বস্তি পেলেন সাধারণ দেশবাসী। এবার কেন্দ্রীয় সরকারের তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া হল যার দরুন উপকৃত হবেন সকলে। এক ধাক্কায় অনেকটাই দাম কমল ডালের। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। গত বছর ১৫০ থেকে ১৭০ টাকা কেজি দরে বিক্রি হওয়া অড়হর ডাল এখন ১০০ টাকার নিচে নেমে এসেছে। বুধবার, পাইকারি বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অড়হর ডালের দাম কমে ৯৮ টাকায় নেমে এসেছে।
দাম কমল ডালের
একই সময়ে, উচ্চমানের অড়হর ডালও প্রতি কেজি ১০৭ টাকা থেকে কমে ১০৩.৫০ টাকায় এসে দাঁড়িয়েছে, অর্থাৎ প্রতি কেজি ৩.৫০ টাকা কমেছে। এর ফলে স্বাভাবিভাবেই কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। ব্যবসায়ীদের মতে, মহারাষ্ট্র, কর্ণাটক এবং মধ্যপ্রদেশে এ বছর আরহারের উৎপাদন ভালো হয়েছে, যার ফলে দামের এই তীব্র পতন ঘটেছে। তাঁরা বিশ্বাস করেন যে আগামী দিনে অড়হর ডালের দাম আরও কমতে পারে।
এই প্রসঙ্গে পাণ্ডেগঞ্জ মান্ডির পাইকারি বিক্রেতা রাজেন্দ্র কুমার আগরওয়াল বলেন, মাত্র কয়েক দিন আগে যে ডালের দাম ছিল ১০৭ টাকা কেজি, এখন তা ১০৩.৫০ টাকা। একই সময়ে, সর্বাধিক বিক্রিত অড়হর ডালের দাম প্রতি কেজি ১০০ টাকা থেকে কমে ৯৮ টাকায় দাঁড়িয়েছে। খোসা ছাড়ানো ডালের দামও ৮৫ টাকা থেকে কমে ৮২ টাকা প্রতি কেজি হয়েছে। উদ্যোক্তা ভারত ভূষণ গুপ্ত বলেন, গত বছর যে ডালের দাম ছিল ১৫০ টাকা প্রতি কেজি, এখন তা ৯৮ টাকা কেজি হওয়ায় ব্যবসায়ীরা অবাক। তথ্য অনুসারে, এই বছরের এপ্রিল পর্যন্ত, সর্বাধিক বিক্রিত অড়হর ডাল প্রতি কেজি ৫২ টাকা এবং উচ্চমানের ডাল ৬২.৫০ টাকা কমেছে।
আরও পড়ুনঃ এবার পথে ৪২ হাজার পার্শ্বশিক্ষক, বেতন বৃদ্ধির দাবিতে ক্লাস বয়কটের ডাক, চাপে রাজ্য সরকার
দাম বাড়ল ছোলার
বাজারে বেশিরভাগ ডালের দাম স্থিতিশীল রয়েছে। অন্যদিকে, কাবুলি ছোলার দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গত চার দিনে ছোলার দাম প্রতিদিন এক টাকা করে বেড়েছে। এখন পাইকারি বাজারে ছোলা প্রতি কেজি ৯২ টাকায় বিক্রি হয়েছিল, যেখানে চার দিন আগে এটি ছিল ৮৮ টাকা কেজি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |