Indiahood-nabobarsho

অবসর সময় হবে সুখকর, কেন্দ্রের পেনশন প্রকল্পে নাম লেখালে মাসে পাবেন ৫০০০ টাকা

Published on:

Atal Pension Yojana 2025

শ্বেতা মিত্র, কলকাতা: সদ্য অবসরগ্রহণ করেছেন? ভবিষ্যতে অর্থনৈতিক বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা করার দিন শেষ। কারণ আজ আপনাদের এমন একটি যোজনা সম্পর্কে তথ্য দেব যেখানে একটু একটু করে টাকা জমিয়ে শেষ বয়সে একদম পায়ের ওপর পা তুলে থাকতে পারবেন। টাকার জন্য কারোর কাছে হাত পাততে হবে না। এটা আবার সরকারি যোজনা। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অটল পেনশন যোজনা ২০২৫ | Atal Pension Yojana 2025 |

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রধান প্রকল্প অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) ভারতের সকল নাগরিকের জন্য, বিশেষ করে দরিদ্র, বঞ্চিত এবং অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য একটি সর্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থা তৈরি করার লক্ষ্যে কাজ করছে। ৯ মে ২০১৫ সালে চালু হওয়া এই প্রকল্পটি জাতীয় পেনশন ব্যবস্থার (এনপিএস) প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে পেনশন তহবিল নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ (পিএফআরডিএ) দ্বারা পরিচালিত হয়।

প্রতি মাসে পাবেন মোটা টাকা পেনশন

এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই সাত কোটিরও বেশি মানুষ নিবন্ধন করেছেন। অর্থ মন্ত্রক ২০২৪ সালের অক্টোবরে এই তথ্য দিয়েছিল। এই প্রকল্পটি সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশকে পেনশনের আওতায় এনে অনেক মাইলফলক অর্জন করেছে। অটল পেনশন যোজনার আওতায়, আপনি প্রতি মাসে ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। এই স্কিমে পেনশনের পরিমাণ আপনার করা বিনিয়োগের উপর নির্ভর করে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উদাহরণস্বরূপ, যদি আপনি মাসিক ১,০০০ টাকা পেনশন চান এবং ১৮ বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করেন, তাহলে আপনাকে প্রতি মাসে মাত্র ৪২ টাকা অবদান রাখতে হবে।

অটল পেনশন যোজনার সুবিধা

এই যোজনার গ্রাহকরা ৬০ বছর বয়সের পরে তাদের অবদানের উপর ভিত্তি করে একটি নিশ্চিত ন্যূনতম মাসিক পেনশন পেতে পারেন। অর্থ মন্ত্রকের মতে, অটল পেনশন যোজনা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি গ্রাহককে কেবল তার সারা জীবন ধরে একটি নির্দিষ্ট এবং নিশ্চিত পেনশন প্রদান করে না, বরং তাদের একটি ‘সম্পূর্ণ সুরক্ষা কভার’ও প্রদান করে। এই প্রকল্পের অধীনে, পেনশন প্রাপক কোনোভাবে প্রয়াত হলে তাহলে তার পেনশনের পরিমাণ তার স্ত্রী/স্বামীকে দেওয়া হয়।

কীভাবে আবেদন করবেন?

অফলাইন মোডে আবেদন করার জন্য আপনাকে আপনার ব্যাঙ্কে যেতে হবে। দেশের বেশিরভাগ সরকারি ও বেসরকারি ব্যাংক APY তালিকাভুক্তির সুবিধা প্রদান করে। সংশ্লিষ্ট ব্যাংক থেকে রেজিস্ট্রেশন ফর্মটি সংগ্রহ করুন অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন। ফর্মটি পূরণ করুন, আপনার সমস্ত বিবরণ সঠিকভাবে লিখুন এবং পেনশনের পরিমাণের বিকল্পটি বেছে নিন। আপনাকে এই ফর্মটি UID কার্ড এবং অন্যান্য নথির সাথে জমা দিতে হবে। এর পরে, আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি বার্তা পাবেন, যাতে আপনার অনন্য অটল পেনশন যোজনা অ্যাকাউন্ট নম্বর অন্তর্ভুক্ত থাকবে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাসে রেলে চাকরি, গ্রুপ ডি-তে ৩২৪৩৮ পদে নিয়োগ, মিলবে DA থেকে TA

অনলাইনে কিভাবে আবেদন করবেন?

ব্যাংক পোর্টাল অথবা মোবাইল ব্যাংকিং অ্যাপে যান।এর পরে, সেই বিভাগে যান যেখানে এটি স্কিমে নাম নথিভুক্ত করার সুবিধা প্রদান করে। ঢুকতে আপনার লগইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করুন। এখন ‘সামাজিক নিরাপত্তা প্রকল্প’ বিভাগটি সার্চ করুন অথবা আপনি অ্যাপে সরাসরি ‘অটল পেনশন যোজনা’ সার্চ করতে পারেন। এরপর আবেদনপত্রটি পূরণ করুন এবং আপনার সমস্ত তথ্য প্রদান করুন। এখানে আপনাকে মাসিক অবদানের পরিমাণ অটোমেটিক ডেবিটের জন্য সম্মতি দিতে হবে। সমস্ত বিবরণ পর্যালোচনা করার পরে ফর্মটি জমা দিন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group