এক হাজার নয়, ২১,০০০ টাকা পাবেন মহিলারা! ধামাকা প্রকল্পের উদ্বোধন নরেন্দ্র মোদীর

Published on:

pm narendra modi launched lic bima sakhi yojana for women

শ্বেতা মিত্র, কলকাতাঃ বছর শেষ হওয়ার আগে বড় চমক দিল কেন্দ্রের মোদী সরকার। সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার পানিপথ থেকে এলআইসি বিমা সখী (LIC Bima Sakhi)প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পের উদ্দেশ্য হল মহিলাদের স্বনির্ভর করে তোলা। এই প্রকল্পের আওতায় মহিলাদের এলআইসি এজেন্ট হওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে। এ সময়ের মধ্যে প্রতি মাসে ৭ হাজার থেকে ৫ হাজার টাকাও দেওয়া হবে। পাশাপাশি নীতিমালার বিষয়েও কমিশন দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন?

WhatsApp Community Join Now

যে কোনও দশম শ্রেণী পাশ মহিলা এই স্কিমে আবেদন করতে পারবেন। এর জন্য বয়সের একটা সীমাও আছে। ১৮ থেকে ৭০ বছর বয়সী যে কোনও মহিলা এই স্কিমের জন্য আবেদন করতে পারেন। আবেদন করতে আপনার নিকটস্থ শাখায় গিয়ে তথ্য নিতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন https://licindia.in/hi/test2 এ। আবেদন করার আগে বয়সের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র ও মাধ্যমিক পাশের সার্টিফিকেট ও সেলফ অ্যাটেস্টেড কপি সংযুক্ত করতে হবে।

কারা আবেদন করতে পারবেন না?

এবার জেনে নেওয়া যাক কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। যদি কোনও ব্যক্তি ইতিমধ্যে এলআইসি এজেন্ট বা কর্মচারী হন তবে তাঁর আত্মীয় (স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোন ইত্যাদি) এই স্কিমের অধীনে আবেদন করতে পারবেন না। এছাড়াও এলআইসির অবসরপ্রাপ্ত কর্মী বা কোনও প্রাক্তন এজেন্ট বা বর্তমান এজেন্ট এই স্কিমের অধীনে আবেদন করতে পারবেন না।

কত বেতন পাবেন?

এই প্রকল্পের আওতায় মহিলাদের তিন বছরের জন্য এজেন্ট হওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে। সবথেকে বড় কথা, ট্রেনিং-এর সময় তাদের কিছু স্টাইপেন্ডও দেওয়া হবে প্রথম বছরে আপনি প্রতি মাসে ৭ হাজার টাকা করে পাবেন। দ্বিতীয় বছরে প্রতি মাসে ৬ হাজার টাকা করে দেওয়া হবে। তৃতীয় বছরে, আপনি প্রতি মাসে ৫,০০০ টাকা পাবেন।

প্রশিক্ষণ চলাকাকালীন মহিলারা বেতনের অতিরিক্ত কমিশন পাবেন। এলআইসির নীতি নিয়ে এই কমিশন দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন মহিলারা একটি পলিসি পাওয়ার জন্য কিছু টার্গেট পেতে পারেন। কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী, টার্গেট পূরণকারী মহিলারা বেতন এবং কমিশন ছাড়াও বোনাস পাবেন।

কতজন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হবে?

‘বীমা সখী প্রকল্প’-এর আওতায় সারা দেশে ২ লক্ষ মহিলাকে বছরে এলআইসির এজেন্ট হওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রকল্পের প্রথম পর্যায়ে ৩৫ হাজার মহিলাকে বিমা এজেন্ট হিসেবে কর্মসংস্থান করা হবে। এর পরে আরও ৫০ হাজার মহিলার কর্মসংস্থান হবে এই প্রকল্পে।তিন বছরের প্রশিক্ষণ শেষ হলে মহিলারা এলআইসি এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন। এছাড়াও, যে মহিলারা স্নাতক হবেন তাঁরাও এলআইসিতে ডেভেলপমেন্ট অফিসারের ভূমিকায় কাজ করার সুযোগ পাবেন।

সঙ্গে থাকুন ➥
X