সমস্ত পড়ুয়া পাবে ১০ হাজার টাকা, নতুন স্কলারশিপের ঘোষণা! জেনে নাও আবেদনের সহজ পদ্ধতি

Published on:

shyam lata garg scholarship

শ্বেতা মিত্র, কলকাতাঃ পড়ুয়াদের জন্য রইল এক দুর্দান্ত সুখবর। এবার সকলের জন্য এমন এক স্কলারশিপ (Scholarship) আনা হয়েছে যার দরুণ উপকৃত হবেন রাজ্যের বহু ছাত্র ছাত্রী। আবেদন করলেই মিলবে কড়কড়ে ১০,০০০ টাকা অবধি। হ্যাঁ ঠিকই শুনেছেন। এমন বহু বাড়ি রয়েছে যেখানে ছেলেমেয়েরা পড়াশোনা মেধাবিত বটে কিন্তু টাকার অভাবে ঠিক করে পড়াশোনা অবধি হয় না অথবা মাঝ পথেই পড়াশুনা ছেড়ে দিতে হয়। তবে আর চিন্তা নেই, কারণ এবার এমন একটি স্কলারশিপ আনা হয়েছে যেখানে আবেদন করলেই মিলবে মোটা অংকের একটি টাকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পড়ুয়াদের জন্য নতুন স্কলারশিপ

আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে শ্যাম লতা গর্গ স্কলারশিপ (Shyam Lata Garg Scholarship 2024) নিয়ে। আর্থিকভাবে পিছিয়ে পড়ে যে সকল পরিবার নিজেদের সন্তানের পড়াশোনার খরচ চালাতে রীতিমত হিমশিম খাচ্ছেন তাদের জন্য এই স্কলারশিপ বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এই বিশেষ স্কলারশিপটি স্বামী দয়ানন্দ ফাউন্ডেশনের তরফে আনা হয়েছে। তবে এই স্কলারশিপ পেতে হলে পড়ুয়াদের কয়েকটি শর্ত মানতে হবে। এখন নিশ্চয়ই ভাবছেন কী কী শর্ত? তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

যোগ্যতা

সিবিএসসি বোর্ড থেকে পাশ করা থাকলে তবে ৮০% এবং অন্যান্য বোর্ড থেকে পাশ করা থাকলে নূন্যতম ৭০% নম্বর থাকতে হবে। এছাড়াও স্কলারশিপটি পেতে হলে ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, আর্কিটেকচার ইত্যাদি এবং অন্যান্য স্নাতক কোর্স করা থাকতে হবে। বার্ষিক পারিবারিক আয় ৮ লক্ষ টাকার ওপর হলে চলবে না। আবেদনকারীর বয়স ২০ বছরের মধ্যে হতে হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রয়োজনীয় নথি

১) দশম ও দ্বাদশ শ্রেণী মার্কশিট/সার্টিফিকেট

২) সমস্ত সেমিস্টার / টার্ম-ভিত্তিক স্কোরের জন্য একাডেমিক মার্কশিট

৩) আসন বরাদ্দ চিঠি
৪) বাড়ির প্রমাণ বা রেশন কার্ড বা পিতামাতার আইডি প্রমাণ
৫) আধার কার্ড
৬) পারিবারিক আয়ের প্রমাণ/ আইটি রিটার্ন ফর্ম
৭)বিদ্যুৎ বিলের কপি
৮) এডুকেশন লোন কপি
৯) বাড়ির ছবি (ভিতরে/বাইরে) ও পারিবারিক ছবি

মিলবে ১০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা

জানা গিয়েছে, এই স্কলারশিপে পড়ুয়ারা ১০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পেয়ে যাবে।

কীভাবে আবেদন করবে

এখন নিশ্চয়ই ভাবছেন যে আবেদন করবে কীভাবে?

১) তাহলে জানিয়ে রাখি, এর জন্য https://www.buddy4study.com/page/sdef-smt-shyam-lata-garg-india-scholarships এ যেতে হবে।

২) এরপর Smt. Shyam Lata Garg Scholarship Program 2024-25, অপশনে যেতে হবে।

৩) Application Start বাটনে ক্লিক করতে হবে।

আবেদনের শেষ দিন ৩০ অক্টোবর, ২০২৪।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group