Indiahood-nabobarsho

সরকারি চাকরি ছাড়াই মিলবে ১০,০০০ টাকার পেনশন! বড় ঘোষণা আসতে চলেছে বাজেটে

Published on:

Dearness allowance Da

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আর কিছুদিন পর ১লা ফেব্রুয়ারি প্রকাশ্যে আসবে বাজেট ২০২৫। ইতিমধ্যেই বাজেট নিয়ে বেশ কিছু প্রত্যাশা তৈরী হয়েছে। বিশেষজ্ঞরা ট্যাক্স স্ল্যাব কমানো থেকে শুরু করে বিভিন্ন প্রস্তাব এনেছেন। তবে আদতে কি হবে সেটা বাজেটের দিনেই জানা যাবে। এরই মধ্যে প্রকাশ্যে এল বড় খবর! বাজেট ২০২৫ এ অটল পেনশন যোজনার (Atal Pension Yojana) আওতায় নূন্যতম পেনশনের পরিমাণ কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বাজেটে দ্বিগুণ হতে চলেছে অটল পেনশন যোজনার নূন্যতম পেনশন

সাধারণ মধ্যবিত্ত নাগরিকদের সামাজিক সুরক্ষার স্বার্থে কেন্দ্র সরকারের তরফ থেকে অটল পেনশন যোজনা চালু করা হয়েছিল। যেখানে প্রতিমাসে অল্প কিছু টাকা বিনিয়োগ করতে শুরু করলে ৬০ বছর হলে বা অবসরের পর ১০০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পাওয়া যায়। এবার সেই প্রকল্পেই সর্বোচ্চ পেনশনের অঙ্ক বাড়িয়ে ১০,০০০ টাকা করে দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।

অটল পেনশন যোজনা | Atal Pension Yojana

২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম অটল পেনশন যোজনা (APY) এর সূচনা করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর নামে শুরু করা এই প্রকল্প অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মানুষদের অবসরকালে আর্থিক সুরক্ষা প্রদানের জন্য। শেষ পাওয়া তথ্য অনুযায়ী গোটা দেশে ৭ কোটিরও বেশি মানুষ এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে ২০২৪-২৫ সালেই ৫৬ লক্ষ নতুন নাম জোড়া হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ মাধ্যমিক পাসে ইন্ডিয়ান অয়েলে অঢেল চাকরি, জারি হল বিজ্ঞপ্তি, দেখুন বিস্তারিত

আপনি যদি ১৮ বছর বয়স থেকেই এই প্রকল্পে টাকা রাখতে শুরু করেন তাহলে প্রতিমাসে মাত্র ৪২ টাকা দিলেই হবে। ৬০ বছর হলেই প্রতিমাসে ১০০০ টাকা করে পেনশন পেতে থাকবেন। আর যদি প্রতিমাসে ৫০০০ টাকা পেনশন পেতে চান তাহলে প্রতিমাসে ২১০ টাকা করে দিত হবে। তবে এই টাকার অঙ্ক বয়সের উপর ও আপনার পেনশনের অঙ্কের উপর নির্ভর করবে। আপনি যত কম বয়সে শুরু করবেন ততই কম খরচ হবে।

আরও পড়ুনঃ সামান্য বিনিয়োগে বাড়ি বসেই হবে বাম্পার আয়, মহিলাদের জন্য রইল সেরা ব্যবসার খোঁজ

প্রসঙ্গত, অটল পেনশন যোজনা সম্পর্কে ২০২৪ সালের শুরুতে নির্মলা সীতারামানা জানান, এই প্রকল্প ততক্ষন পর্যন্ত পেনশন দিতে থাকবে যতক্ষণ না উপভোক্তা নিজে থেকে সেটা বন্ধ না করেন। তাছাড়া হিসেবে মত বছরে ৮% সুদ পাওয়া যায় এই প্রকল্পে বিনিয়োগ করলে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group