ফিক্সড ডিপোজিট নয়, সেভিংস অ্যাকাউন্টেই ৮ শতাংশের উপরে সুদ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক

Published on:

bandhan-bank

টাকা জমিয়ে ভালো রিটার্ন পেতে বেশিরভাগ মানুষ FD বা ফিক্সড ডিপোজিটের দিকে ঝোঁকেন। কিন্তু দেশে এমন একটি ব্যাঙ্ক রয়েছে যেখানে সেভিংস অ্যাকাউন্টে টাকা জমানোর ওপর দুর্দান্ত সুদ দিচ্ছে। ৮.০৫% পর্যন্ত সুদ দিচ্ছে ব্যাঙ্কটি। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই দিনের আলোর মতো সত্যি।

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কোন ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে টাকা জমানোর ওপর এত পরিমাণ সুদ দিচ্ছে? তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি। আপনাদের জানিয়ে রাখি ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে টাকা জমানোর ওপর এত পরিমাণ সুদ দিচ্ছে সকলের চেনা বন্ধন ব্যাঙ্ক। এখন এহেন পরিমাণ রেট দেখে অনেকের মাথাই গুলিয়ে গিয়েছে। অনেকেই ইতিমধ্যে ভাবতে শুরু করে দিয়েছেন যে এফডি করলে ভালো হয় নাকি এই ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে বেশি বেশ করে টাকা রাখলে ভালো হয়?

আরও পড়ুনঃ ৩০ টাকার লটারিই বদলে দিল ভাগ্য, মালদার দরিদ্র মাছ ব্যবসায়ী যা পেলেন! জেনে চমকে যাবেন

তবে এত পরিমাণ সুদ কিন্তু এমনি এমনি দিচ্ছে না ব্যাঙ্কটি, এর পেছনে বন্ধন ব্যাঙ্কের কিছু নির্দিষ্ট শর্ত আছে যা আপনারও জেনে রাখা জরুরি বৈকি। আজ এই আর্টিকেলে কথা হবে, আপনি কত টাকা অ্যাকাউন্টে রাখলে এই এত পরিমাণ সুদ পাবেন।

বন্ধন ব্যাঙ্কে সুদের পরিমাণ

১ লক্ষ টাকা-৩%
১ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা-৬%
১০ লক্ষ থেকে ২ কোটি টাকা-৭%
২ কোটি থেকে ১০ কোটি টাকা-৬.২৫%
১০ কোটি থেকে ৫০ কোটি টাকা- ৬.৫০%
৫০ কোটি থেকে ২৫০ কোটি টাকা-৮% সুদ

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

এছাড়া ২৫০ কোটি টাকা বা তার বেশি থাকবে তারা ৮.০৫ শতাংশ সুদ পাবেন।

 

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥