শ্বেতা মিত্র, কলকাতা: নারী দিবসে বড় সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক অফ বরোদা। এর ফলে উপকৃত হবেন বহু মহিলা গ্রাহক। ‘অটো সুইপ’ সুবিধা সহ ‘BoB গ্লোবাল উইমেন এনআরই এবং এনআরও সেভিংস অ্যাকাউন্ট’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় এই ব্যাঙ্ক। এর ফলে কী কী সুবিধা পাওয়া যাবে? জেনে নিন।
Bank of Baroda -র নতুন পরিষেবা
ব্যাঙ্ক অফ বরোদার এই উদ্যোগের ফলে মহিলারা সুলভে গৃহ ঋণ, গাড়ি কেনার জন্য জন্য ঋণ সহ আরো উচ্চহারে লোন নিতে পারবেন। এবং এই উদ্যোগের আওতায় ঋণের ওপর সুদের হার তুলনামূলকভাবে কম রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক। সেই সঙ্গে লোন নেওয়ার ক্ষেত্রে প্রসেসিং ফি-এর পরিমাণও কম রাখা হচ্ছে। এনআরই অফার, প্রিমিয়াম এনআরই এবং এনআরও সেভিংস অ্যাকাউন্ট আরো উন্নত করার মাধ্যমে গ্রাহকদের আরো সুবিধাদায়ক পরিষেবা দেওয়ার ব্যাপারে ব্যাঙ্ক অফ বরোদা বদ্ধপরিকর।
ব্যাংক অফ বরোদার নির্বাহী পরিচালক বীণা ওয়াহিদ বলেছেন, ‘bob গ্লোবাল উইমেন এনআরই এবং এনআরও সেভিংস অ্যাকাউন্ট আজকের বিশ্বব্যাপী ভারতীয় মহিলাদের পরিবর্তনশীল ধারাকে স্বীকৃতি দেয়। এটি মহিলাদের প্রিমিয়াম ব্যাংকিং সুবিধা এবং সুচিন্তিতভাবে পরিকল্পিত সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে ক্ষমতায়নের জন্য ডিজাইন করা হয়েছে।’
উপকৃত হবেন মহিলারা
বর্ধিত লেনদেনের সীমা সহ একটি কাস্টমাইজড ডেবিট কার্ড, বিনামূল্যে দেশীয় এবং আন্তর্জাতিক লাউঞ্জ অ্যাক্সেস, বিনামূল্যে সেফ ডিপোজিট লকার এবং বিনামূল্যে ব্যক্তিগত এবং বিমান দুর্ঘটনা বীমা কভারেজের মতো বৈশিষ্ট্য রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা প্রিমিয়াম এনআরই এবং এনআরও সেভিংস অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্ট সিঙ্গল কিংবা এনআরআই কিংবা এনআরও – এর সঙ্গে যৌথভাবে খুলতে পারবেন।
অ্যাকাউন্টে জমা হওয়া তহবিল বিদেশ থেকে নতুন রেমিট্যান্স হিসেবে অথবা FEMA/RBI নির্দেশিকা অনুসারে অন্য NRE/FCNR (B) অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করা যাবে। অটো সুইপের মাধ্যমে তৈরি FFD-এর হার ১২ মাসের জন্য NRE টার্ম ডিপোজিটের জন্য প্রযোজ্য ROI অনুসারে হবে। ১২ মাসের কম সময়ের জন্য রাখা FFD-তে কোনও সুদ দেওয়া হবে না। বয়স্ক নাগরিক কিংবা প্রাক্তন কর্মীদের জন্য কোনো অতিরিক্ত সুদ ধার্য করা হচ্ছে না।