কমবে EMI থেকে পার্সোনাল ও হোম লোন, গ্রাহকদের সুখবর দিল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

Published on:

Bank of India

সৌভিক মুখার্জী, কলকাতা: যারা ইতিমধ্যেই ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন, কিংবা নতুন লোন নিতে চাইছেন, তাদের জন্য আজকের প্রতিবেদনটি। হ্যাঁ, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India) এবার বিরাট স্বস্তির খবর ঘোষণা করেছে গ্রাহকদের জন্য। কারণ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারা এবার MCLR কমাচ্ছে 5 বেসিস পয়েন্ট অর্থাৎ, 0.05 শতাংশ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল, এই নতুন হার 1 জুলাই, 2025 থেকেই কার্যকর হয়েছে। আর এর ফলে হোম লোন থেকে শুরু করে পার্সোনাল লোনসহ অন্যান্য ঋণের উপর মাসিক ইএমআই অনেকটাই কমবে। ফলে ঋণগ্রহীতারা যে অনেকটাই স্বস্তি পাবে, তা বলার অপেক্ষা রাখে না। 

সরাসরি উপকৃত হবে গ্রাহকরা

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, এখন থেকে ফিক্সড রেট রিটেল লোনের জন্য Fixed Rate Spread থাকবে মাত্র 1.50%। অর্থাৎ, তিন বছরে MCLR-র ভিত্তিতে ফিক্সড রেট লোনের জন্য সুদের হার 10.65% করা হয়েছে। তবে হ্যাঁ, শেষ পর্যন্ত চূড়ান্ত সুদের হার নির্ভর করবে শুধুমাত্র ক্রেডিট রিস্ক প্রিমিয়ারের উপর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

রেপা রেট ভিত্তিক লেনদেনে কোনও পরিবর্তন নয়

সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে, রেপা রেট ভিত্তিক ঋণে কোনোরকম পরিবর্তন আনা হয়নি। এই ধরনের রেট শুধুমাত্র নির্দিষ্ট কিছু ঋণের জন্যই প্রযোজ্য হয়। বর্তমানের পরিবর্তন শুধুমাত্র MCLR-র ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

আসলে ব্যাঙ্ক এই সিদ্ধান্ত নিয়েছে, যাতে সামগ্রিক ব্যাঙ্কিং পরিষেবা আরও উন্নত হয় এবং বাজারের পরিবর্তনের সঙ্গে তারা খাপ খাইয়ে চলতে পারে। পাশাপাশি একাধিক ব্যাঙ্ক ইতিমধ্যেই যেখানে সুদের হার অনেকটাই কমিয়ে দিয়েছে, সেখানে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অন্য রাস্তায় হাঁটছে।

আরও পড়ুনঃ চিনের উপর নির্ভরতার দিন শেষ! ভারতের কয়লা খনিতেই বিপুল পরিমাণ রেয়ার আর্থের হদিশ

RBI-র পদক্ষেপের পর ব্যাঙ্কগুলি নড়েচড়ে বসছে

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, রিজার্ভ ব্যাঙ্ক যখন রেপা রেট কমানো শুরু করছে, ঠিক তখনই একে একে ব্যাঙ্কগুলি তাদের কাজ করছে। তবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই পদক্ষেপ এবার সেই ধারাকে আরও মজবুত করছে। এর ফলে যারা নতুন ঋণ নিতে চাইছেন, তারা আগে থেকে আরো কম EMI-তে ঋণ পাবেন। পাশাপাশি যাদের বর্তমানে ঋণ রয়েছে, তাদের ফ্লোটিং রেটের মাধ্যমে মাসিক কিস্তি কমে যাবে। 

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group