প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: বর্তমানে কোনো ছোটো ব্যবসা শুরু করতে গেলে অনেকেই ব্যাঙ্ক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে থেকে লোন নেয়। আর সেক্ষেত্রে ঋণ নিলে ঋণের মেয়াদের আগে যদি কোনো গ্রাহক তা শোধ করতে চায় তাহলে গ্রাহককে উল্টে দিতে হত ফোরক্লোজার চার্জ (Foreclosure Charge)। আসলে ফোরক্লোজার চার্জ হল ফ্লোটিং রেটের ঋণ নিয়ে থাকলে তা আগে শোধের জন্য প্রি-পেমেন্ট চার্জ। যা খানিকটা বাড়তি বোঝা হয়ে যেত গ্রাহকদের কাছে। তবে এবার এই বাড়তি চাপ কমাতে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখন থেকে কোনো বাড়তি চার্জ নিতে পারবে না ব্যাঙ্ক।
দিতে হবে না কোনো ফোরক্লোজার চার্জ
সম্প্রতি এক খসড়া রিপোর্টে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে ঋণগ্রহীতার থেকে সমস্ত রকম চুক্তিতে এই প্রস্তাব কার্যকর হবে যাতে গ্রাহকরা যেন অন্য কোনো ঋণগ্রহীতার কাছে না যান এবং সস্তায় ব্যাঙ্কের কাছ থেকেই ঋণ পায়। শুধু তাই নয় ব্যাঙ্ক ও অন্যান্য সমস্ত আর্থিক প্রতিষ্ঠানকে কোনও লক ইন পিরিয়ড ছাড়াই ঋণের ফোরক্লোজার করার অনুমতি দিতে হবে সমস্ত গ্রাহককে। তার জন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান বা বাড়তি চার্জ করতে পারবে না। এমনকি গ্রাহকের ঋণের আগাম শোধের জন্য কোনো চার্জ আদায় করা হবে না। আর এই নিয়ম সম্পর্কে আগাম সমস্ত গ্রাহককে জানিয়ে রাখতে হবে।
এমএসএম-ই প্রতিষ্ঠানগুলির জন্যও একই নিয়ম
এছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই খসড়াতে স্পষ্ট জানানো হয়েছে যে, টায়ার ১ ও টায়ার ২ সরকারি ব্যাঙ্ক, কিছু NBFC থেকে কোনো ব্যক্তি বা এমএসএমই গ্রুপ ব্যবসায়িক উদ্দেশ্যে ফ্লোটিং রেটে নেওয়া ঋণের উপরে কোনো জরিমানা ধার্য করতে পারবে না। যদি কেউ তা ধার্য করে তাহলে সেটি আইন বিরুদ্ধ হবে। ব্যাঙ্কের পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্কের এই নিয়ম কার্যকর হবে এমএসএম-ই প্রতিষ্ঠানগুলির জন্যও।
আরও পড়ুনঃ SBI হোক আর UCO, RBI-র এক সিদ্ধান্তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কমবে টাকা
প্রস্তাবটি MSE-এর জন্য ৭.৫০ কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ব্যাঙ্কিং সেক্টরের নিয়ন্ত্রক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বিষয়ে প্রস্তাবসূচক একটি খসড়া প্রস্তুত করেছে। আগামী ২১ মার্চ ২০২৫ পর্যন্ত স্টেকহোল্ডারদের থেকে মতামত ও পরামর্শ নেওয়া হবে। তারপরেই রিজার্ভ ব্যাঙ্কের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |