পার্থ সারথি মান্না, কলকাতাঃ ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় যে কতটা প্রয়োজন সেটা কমবেশি সকলেই বেশ ভালো বুঝতে পারছেন। তাই ভালো একটা বিনিয়োগের খোঁজ চলে সর্বদাই। এক্ষেত্রে প্রবীণদের প্রথম পছন্দ ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট। কারণ একদিকে যেমন Fixed Deposit যেমন নিশ্চিত রিটার্ন দেয়, তেমনি সিনিয়ার সিটিজেনদের অতিরিক্ত সুদ প্রদান করা হয় সমস্ত ব্যাঙ্কের তরফ থেকেই। তাই আজ আপনাদের জন্য এমন কিছু ব্যাঙ্কের খোঁজ নিয়ে হাজির হয়েছি যারা ফিক্সড ডিপোজিট ৭.৯% পর্যন্ত সুদ দিচ্ছে।
FD-তে মোটা সুদ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। SBI এর তরফ থেকে FDতে ৭.৩০% সুদ প্রদান করা হচ্ছে। তবে সেটা নির্ভর করে বিনিয়োগের সময়ের উপর। তিন থেকে পাঁচ বছরের ক্ষেত্রে ৭.২৫ ও ৭.৫০ শতাংশ সুদ পাওয়া যাবে। তাই যদি আপনার এসবিআইতে অ্যাকাউন্ট থাকে এই FD করতেই পারেন।
ফিক্সড ডিপোজিটে ৭.৯% সুদ দিচ্ছে কানাড়া ব্যাঙ্ক
রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের মধ্যে অন্যতম একটি হল কানাড়া ব্যাঙ্ক। সম্প্রতিকালে এই ব্যাঙ্কের তরফ থেকেও প্রবীণ নাগরিকদের জন্য আকর্ষণীয় সুদ দেওয়া হচ্ছে ফিক্সড ডিপোজিট প্রকল্পের ক্ষেত্রে। তিন বছরের বেশি আর পাঁচ বছরের থেকে কম সময়ের জন্য যদি প্রবীণরা এফডি করেন তাহলে ৭.৯% সুদ পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।
৭.৮০% পর্যন্ত সুদ দিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা ও পিএনবি
ব্যাঙ্ক অফ বরোদাতে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সিনিয়ার সিটিজেনরা ৪০০ দিনের FDতে বিনিয়োগ করলে ৭.৮০% পর্যন্ত সুদ পেতে পারেন। এছাড়া এক বছর, তিন বছর ও পাঁচ বছরের ক্ষেত্রে ৭.৩৫%, ৭.৬৫% ও ৭.১৫% হারে সুদ পাওয়া যেতে পারে। তবে পিএনবি গ্রাহকরা এক বছর, তিন বছর ও পাঁচ বছরের ক্ষেত্রে ৭.৩০%, ৭.৫০% ও ৭% পর্যন্ত সুদ মিলবে।
বেসরকারি ব্যাঙ্কের সুদের হার
বেসরকারি ব্যাঙ্কের মধ্যে অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকেই সিনিয়ার সিটিজেনদের জন্য ভালো সুদ দেওয়া হচ্ছে ফিক্সড ডিপোজিট প্রকল্পে। এক বছরের FDতে ৭.২০%, তিন বছরের ক্ষেত্রে ৭.৬০% আর পাঁচ বছর থেকে শুরু করে দশ বছরের জন্য ফিক্স ডিপোজিট করলে ৭.৭৫% দেওয়া হবে। আর যদি HDFC ব্যাঙ্কে FD করেন তাহলে ৪ বছর ৭ মাসের বেশি সময়ের জন্য এফডি করলে ৭.৯% সুদ পাবেন সিনিয়ার সিটিজেনরা।