Indiahood-nabobarsho

৮.৫৫% সুদ! ফিক্সড ডিপোজিটে সবথেকে বেশি রিটার্ন দিচ্ছে এই ব্যাঙ্ক

Published on:

banks offering upto 7.9 percent interest on fixed deposit schemes

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় কমবেশি সকলেই করেন। তবে এক্ষেত্রে সঠিক ও ভালো রিটার্ন দেওয়া স্কিমে বিনিয়োগ করাটাই শ্রেয়। যদিও বাজারে একাধিক সঞ্চয়ী প্রকল্প রয়েছে তবে সবচেয়ে সুরক্ষিত পদ্ধতি হল ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) ইনভেস্ট করা। বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য FD আরও বেশি সুদ অফার করে। আজকের প্রতিবেদনে এমন কিছু ব্যাঙ্কের সম্পর্কে জানাবো যেখানে আপনি ৮.৫৫% পর্যন্ত সুদ পেতে পারেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ফিক্সড ডিপোজিটেই আকর্ষণীয় সুদ

বাজারে দুই ধরণের ব্যাঙ্ক রয়েছে, একটি সরকরি ও আরেকটি বেসরকারি। আপনি যদি বেশি সুদ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে বেসরকারি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করতে হবে। কারণ গ্রাহকদের আকর্ষণের জন্য প্রাইভেট ব্যাঙ্কের তরফ থেকে বেশি সুদ অফার করা হয়ে থাকে। তবে বেশ কিছু রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কও স্পেশাল স্কিমের দরুন ফিক্সড ডিপোজিট নজর কাড়া সুদ দিচ্ছে। চলুন দেখে নেওয়া যাক ১ বছরের এফডিতে কোন ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে!

রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কে FD এর উপর সুদের হার

আপনি যদি সরকারি ব্যাঙ্কেই টাকা রাখতে চান সেক্ষেত্রে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য ১ বছরের FD-তে ৭.৬% সুদ দেওয়া হচ্ছে। এর ঠিক পরেই রয়েছে ব্যাঙ্ক অফ বারোদা, কানাড়া ব্যাঙ্ক ও সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই তিন ব্যাঙ্কেই প্রবীণদের জন্য ১ বছরের ফিক্সড ডিপোজিট ৭.৩৫% সুদ দেওয়া হচ্ছে। আর যদি এসবিআইতে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে মাত্র ৭.৩% সুদ পাবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রাইভেট ব্যাঙ্কে Fixed Deposit এর সুদের হার

আপনি যদি ফিক্সড ডিপোজিট বেশি ইন্টারেস্ট পেতে চান তাহলে আপনাকেই বেসরকারি ব্যাঙ্কে FD করতে হবে। বর্তমানে এক বছরের এফডিতে সিনিয়ার সিটিজেনদের সবচেয়ে বেশি সুদ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক। এখানে FD করলে আপনি ৮.৫৫% সুদ পাবেন। এরপরেই আছে ইন্ডাস্যান্ড ব্যাঙ্ক যেখানে ৮.২৫% সুদ দেওয়া হচ্ছে ১ বছরের স্থায়ী আমানতের উপর। এছাড়া আরবিএল ব্যাঙ্ক ৮% আর কর্ণাটক ব্যাঙ্ক ও ইয়েস ব্যাঙ্ক ৭.৭৫ % সুদ দিচ্ছে।

প্রসঙ্গত, প্রবীণ নাগরিকদের জন্য আয়কর দফতরের তরফ থেকে ফিক্সড ডিপোজিটের দ্বারা প্রাপ্য সুদের উপর কর ছাড় ঘোষণা করা হয়েছে। সেকশন 80TTB অনুযায়ী প্রবীণ নাগরিকেরা ৫০,০০০ টাকা পর্যন্ত কর চার পেতে পারবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group