ভুলে যান ৭-৮%, ফিক্সড ডিপোজিটে মিলছে ৯.৫ শতাংশ সুদ, বিনিয়োগের সেরা সুযোগ নভেম্বরে

Published on:

list of banks offering upto 9.5% interest rates in senior citizen fixed deposit scheme

পার্থ সারথি মান্নাঃ একেবারে নিরাপদ দীর্ঘমেয়াদি বিনিয়োগ মানেই সবার প্রথমে উঠে আসে ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) নাম। বিশেষ করে সিনিয়ার সিটিজেনদের জন্য FD স্কিমে আরও বেশি পরিমাণ সুদ দেওয়া হয় তাই দেশের বেশিরভাগ প্রবীণরাই বিভিন্ন ব্যাঙ্কে FD করে রাখেন সঞ্চয়ের টাকা। বর্তমানে কোন ব্যাঙ্কে সবচেয়ে ভালো সুদ মিলছে সিনিয়ার সিটিজেন FD স্কিমে? আজকের প্রতিবেদনেই রইল বিস্তারিত তথ্য।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সিনিয়ার সিটিজেন ফিক্সড ডিপোজিট স্কিম

যে সমস্ত ব্যক্তিদের বয়স ৬০ বছর বা তার অধিক হয়ে গিয়েছে তাদেরকেই সিনিয়ার সিটিজেন হিসাবে গণ্য করা হয়। ব্যাঙ্কের তরফ থেকে এই প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত সুদ প্রদান করা সহ বেশ কিছু সুবিধা দেওয়া হয়। তাই সেগুলিকে Senior Citizen Fixed Deposit Scheme বলা হয়। চলুন দেখে নেওয়া যাক কি কি সুবিধা পাওয়া যায় এই প্রকল্পে?

প্রবীণদের FD স্কিমের সুবিধাঃ

১। সবার প্রথমেই যেটা বলতে হবে সেটা হল সিনিয়ার সিটিজেনদের জন্য সরকারি হোক বা বেসরকারি সমস্ত ব্যাঙ্কের তরফ থেকেই অতিরিক্ত সুদ দেওয়া হয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

২। ফিক্সড ডিপোজিট স্কিমের সবচেয়ে বড় সুবিধা হল যে এটির সুদের হার খুব এক ওঠানামা করে না। যার ফলে একটা নিশ্চিত আয় পাওয়া যায়। যাঁরা বিনা রিস্কে বিনিয়োগ করতে চান তাদের জন্য এটি সবচেয়ে ভালো অপশন।

৩। প্রবীণ নাগরিকরা ফিক্সড ডিপোজিট স্কিম থেকে পাওয়া সুদের টাকা আয়কর আইন 80TTB অনুযায়ী ডিডাকশন হিসাবে ক্লেম করতে পারেন। ফলে একটা নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত কোনো আয়কর ছাড় পাওয়া যায়।

বর্তমানে সরকারি ব্যাঙ্কের প্রবীণদের FD-তে সুদের হার

আপনি যদি সরকারি ব্যাঙ্কে টাকা রাখতে চান সেক্ষেত্রে সুদের হার প্রাইভেট ব্যাঙ্কের তুলনায় একটু কম পাবেন। নিচে সম্প্রতিকালে বেশ কিছু রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের সিনিয়ার সিটিজেন এফডির সুদের হারের তালিকা দেওয়া হলঃ

➥ পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক – ৭.৯৫% – নূন্যতম ৫৫৫ দিনের FD করতে হবে।
➥ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া – ৭.৯৫% – নূন্যতম ৪৪৪ দিনের FD করতে হবে।
➥ ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র – ৭.৯০% – নূন্যতম ৩৩৩ দিনের FD করতে হবে।
➥ ব্যাঙ্ক অফ বারোদা ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া – ৭.৮০% – নূন্যতম ৪০০ দিনের FD করতে হবে।

বেসরকারি ব্যাঙ্কের সিনিয়ার সিটিজেন ফিক্সড ডিপোজিটের সুদের হার

আগেই জানিয়েছি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের তুলনায় প্রাইভেট ব্যাঙ্কগুলিতে সুদের পরিমাণ বেশি। মূলত গ্রাহক আকর্ষণের জন্যই অতিরিক্ত সুদ দেওয়া হয়। নিচে সবচেয়ে বেশি সুদ প্রদানকারী কয়েকটি ব্যাঙ্কের তালিকা দেওয়া হল।

➥ ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক – ৯.৫০% – নূন্যতম ১০০০ দিনের ফিক্সড ডিপোজিট করতে হবে।
➥ উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক – ৯.১০% – নূন্যতম ২ থেকে ৩ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করতে হবে।
➥ উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, জানা স্মল ফিন্যান্স ব্যাঙ্ক – ৮.৭৫% – নূন্যতম ১২ মাসের জন্য ফিক্সড ডিপোজিট করতে হবে।
➥ RBL ব্যাঙ্ক – ৮.৬০% – নূন্যতম ৫০০ দিনের জন্য ফিক্সড ডিপোজিট করতে হবে।
➥ ইয়েস ব্যাঙ্ক – ৮.২৫% – নূন্যতম ১.৫ থেকে ২ বছরের ফিক্সড ডিপোজিট করতে হবে।
➥ কারুর বৈশ্য ব্যাঙ্ক – ৮.১০% – নূন্যতম ৭৬০ দিনের স্পেশাল ডিপোজিট করতে হবে।
➥ কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক – ৭.৯০% – নূন্যতম ৩ ৯ ০ দিনের জন্য ফিক্সড ডিপোজিট করতে হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group