Indiahood-nabobarsho

হু হু করে বাড়ছে সম্পত্তি, এক বছরেই আয় ৪২০০ কোটি! আরও ধনী হয়ে উঠল BCCI

Published on:

bcci income increased by 4200 cr earns total 20686 this year

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সম্পত্তির নিরিখে ভারতীয় ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধনী ভারতীয় ক্রিকেট বোর্ড (Board of Control for Cricket in India)। অবশ্য হবে নাই বা কেন! বাচ্চা থেকে বড় ক্রিকেট খেলা পেলেই টিভির সামনে হাজির সকলে। দেশের অলিতে গলিতে ক্রিকেট নিয়ে উন্মাদনা তুঙ্গে। তবে সম্প্রতি জানা যাচ্ছে আরও ধনী হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বা BCCI। কতটা বাড়ল সম্পত্তি? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এক বছরে ৪২০০ কোটির সম্পত্তি বাড়ল BCCI-র

হ্যাঁ ঠিকই দেখছেন, বিগত এক বছরের নিরিখে প্রায় ৪২০০ কোটি টাকার সম্পত্তি বেড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। অর্থাৎ গতবছর যেখানে আয় ছিল ১৬,৪৯৩ কোটি টাকা, সেখানে এবছর সেটা বেড়ে হয়েছে ২০,৬৮৬ টাকা। কিভাবে হল এত আয়? চলুন জেনে নেওয়া যাক। BCCI এর আয়ের প্রধান সোর্স হল আইপিএল ও বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজের মিডিয়া স্বত্ব বিক্রি। এতেই হাজার হাজার কোটি টাকার আয় হয়। কারণ ভারতের সর্বত্রই ক্রিকেট নিয়ে উন্মাদনা থাকে তুঙ্গে।

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট বাজার

আগেই জানিয়েছি ভারতের ছোট থেকে বড় সকলেই কমবেশি ক্রিকেট ভক্ত। এবার ভেবে দেখুন ১৪০ কোটিরও বেশি জনসংখ্যার দেশে কি পরিমাণ ব্যবসা হতে পারে ক্রিকেট নিয়ে। ICC এর টুর্নামেন্টের আয়োজনের ফলে যে টাকা রোজগার হয় সেটার সবচেয়ে বড় অংশ আসে ভারত থেকেই। তাই লাভের সবচেয়ে বেশি শেয়ার আসে ভারত বা বিসিসিআই এর ঝুলিতেই। এর ফলেই যতদিন যাচ্ছে আরও আয় বাড়ছে আর ধনী থেকে ধনীতর হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

৫ বছরে আয় ৪৮,৩৯০ কোটি

জানলে অবাক হবেন, ২০২২ সালের জুন মাসেই IPL এর মিডিয়া স্বত্ব বিক্রি করা হয় BCCI এর তরফ থেকে। এর ফলে ৪৮,৩৯০ টাকা আসে বোর্ডের ঝুলিতে। এর মধ্যে ওটিটি স্ট্রিমিং রাইটসের জন্যই ২৩ হাজার কোটিরও বেশি খরচ করে জিও।

২০২৩-২৪ আর্থিক বর্ষে বোর্ডের তরফ থেকে ৭৪৭৬ কোটি টাকা আয়ের টার্গেট নেওয়া হয়েছিল। তবে বাস্তবে সেটা ১৫১৯ কোটি টাকা বেড়ে গিয়ে দাঁড়ায় ৪৯৯৫ কোটিতে। এমনকি বোর্ডের ফান্ডও ৬৩৬৫ কোটি থেকে বেড়ে ৭৯৮৮ কোটি হয়ে গিয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group