Indiahood-nabobarsho

দিনে মাত্র ৪৫ টাকা জমিয়েই কোটিপতি! LIC-র এই স্কিমে অভাবনীয় রিটার্ন

Published on:

LIC Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় করতে কমবেশি সবাই চায়। কিন্তু সঠিক বিকল্প অনেকেই খুঁজে পায় না। কিন্তু আপনা কি জানেন, দিনে মাত্র 45 টাকা করে জমালেই আপনি ভবিষ্যতে কোটিপতি হতে পারবেন? শুনতে অবাক লাগলেও সত্যি। সাধারণত কম আয় বা স্বল্প সঞ্চয়ের কারণে অনেকেই বড় বিনিয়োগের চিন্তাভাবনা মাথায় আনেন না। কিন্তু LIC-র জীবন আনন্দ পলিসি (LIC Scheme) এবার আপনাকে সেই সুযোগ দিচ্ছে। হ্যাঁ, এই স্কিমে মাত্র 45 টাকা থেকে কোটিপতি হওয়া যাচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কীভাবে কাজ করে এই স্কিম?

বেশ কিছু সূত্র মারফত জানা গেল, LIC-র জীবন আনন্দ পলিসি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প। এখানে কম প্রিমিয়াম দিয়ে উচ্চ রিটার্ন পাওয়া যায়। এই স্কিমটি বিশেষভাবে তাদের জন্য, যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান, কিন্তু মোটা অঙ্কের প্রিমিয়াম বহন করতে পারেন না। শুধু তাই নয়, এখানে আপনি প্রতিদিন মাত্র 45 টাকা জমালেই ভবিষ্যতে 25 লক্ষ টাকা ফান্ড তৈরি করতে পারবেন। 

কীভাবে তৈরি হবে 25 লক্ষ টাকা?

LIC-র জীবন আনন্দ পলিসিতে আপনি সাধারণত 15 বছর থেকে 35 বছর পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। হিসাব বলছে, যদি দিনে 45 টাকা করে সঞ্চয় করেন, তাহলে মাসে প্রায় 1358 টাকা প্রিমিয়াম জমা পড়বে। আর এতে আপনার মোট বার্ষিক বিনিয়োগ হবে 16,300 টাকা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এখন 35 বছর ধরে যদি বিনিয়োগ করতে করেন, তাহলে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে 5,70,500 টাকা। তবে না, এখানেই শেষ নয়। আপনি LIC-র এই বিশেষ স্কিমে বোনাসের সুবিধা পাবেন, যা আপনার তহবিলকে পাঁচগুণ বাড়িয়ে দেবে। এখানে আপনি 8.8 লক্ষ টাকার রিভিশনারি বোনাস এবং 11.50 লক্ষ টাকা ফাইনাল বোনাস পাবেন। ফলে 35 বছর পর আপনার মোট মূলধন 25 লক্ষ টাকার কাছাকাছি পৌঁছাবে।

LIC-র জীবন আনন্দ পলিসির বিশেষ সুবিধা

LIC-র এই স্কিমটি শুধুমাত্র সঞ্চয়ের পরিকল্পনা নয়, বরং একটি বীমা পলিসিও। LIC-র জীবন আনন্দ পলিসির মাধ্যমে পাওয়া যাবে মৃত্যু বীমা সুবিধা। অর্থাৎ, যদি পলিসিধারকের দুর্ঘটনাজনিত কোন কারনে মৃত্যু হয়, তাহলে তার নমিনি বিমাকৃত অর্থের 125% টাকা ফেরত পাবে। এমনকি দুর্ঘটনার ফলে মৃত্যু বা শারীরিক অক্ষমতার জন্য এই স্কিমে রয়েছে বেনিফিট রাইডার সুবিধা। পাশাপাশি এই স্কিমে বীমা প্ল্যানের সুরক্ষা বাড়ানোরও সুযোগ থাকবে।

আরও পড়ুনঃ ট্রেনে ঘি নিয়ে উঠছেন? রেলের নয়া নিয়ম না জানলেই পস্তাবেন

এই পলিসিত মাধ্যমে কীভাবে উপকৃত হবেন?

সূত্র বলছে, LIC-র জীবন আনন্দ পলিসিতে আপনি পাবেন রিভিশনারি এবং ফাইনাল বোনাস, যা আপনার তহবিলকে পাঁচগুণ পর্যন্ত বাড়িয়ে দেবে। যদি আপনি কমপক্ষে 15 বছর ধরে পলিসি চালিয়ে যেতে পারেন, তাহলে শেষ পর্যন্ত আপনার মূলধন মোটা অঙ্কে পরিণত হবে। তাই যদি ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চান এবং বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে পিছপা হন, তাহলে LIC-র এই স্কিমটি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group