সৌভিক মুখার্জী, কলকাতা: অল্প অল্প টাকা জমিয়েই (Investment) একদিন কোটিপতি হওয়া যায়! হ্যাঁ, একদমই বাস্তব কথা। কারণ, এখনকার দিনে দাঁড়িয়ে 1 কোটি টাকা জমানো অসম্ভব কিছু নয়, বরং সঠিক পরিকল্পনা আর একটু ধৈর্য থাকলেই মাসে মাত্র 4800 টাকা জমিয়ে কোটিপতি হয়ে ওঠা যায়। কিন্তু কীভাবে? তার সহজ পন্থা আজকের প্রতিবেদনে আমরা জানিয়ে দিচ্ছি।
এখন থেকেই করতে হবে সঞ্চয়
অবসর জীবনের নিরাপত্তা সবাই চায়, যেখানে থাকবে না কোনোরকম ঝামেলা এবং আর্থিক টানাটানি। কিন্তু অবসর জীবনকে চিন্তামুক্ত করা যাবে ঠিক তখনই, যখন থাকবে মোটা অংকের অর্থভান্ডার। তাই ছোটবেলা থেকেই যেমন পড়াশোনার ভিত তৈরি করতে হয়, তেমন সঞ্চয়েরও দরকার পড়ে।
কারণ আজকের দিনে দাঁড়িয়ে 1000 টাকার যা দাম, 20 বছর পর তা থাকবে না। বাজারদর যে হারে বাড়ছে, তাতে টাকার ক্রয় ক্ষমতা কমছে। তাই শুধু টাকা জমিয়ে রাখলে হবে না, সেটিকে বাড়াতেও হবে। তার সহজ উপায় হলো বিনিয়োগ।
সাধারণ মানুষের বিনিয়োগের মন্ত্র SIP
SIP বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এমন একটি উপায়, যার মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট অংকের টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হয়। আর এর সবথেকে বড় সুবিধা হল – আপনি ছোট অংকের টাকা জমিয়ে ভবিষ্যতে মোটা অংকের ফান্ড তৈরি করতে পারবেন।
করতে হবে স্টেপ-আপ SIP
শুধু SIP করলেই হবে না, দরকার স্টেপ-আপ SIP। মানে আপনাকে প্রতিবছর মাসিক বিনিয়োগ কিছুটা করে বাড়াতে হবে। যেমন প্রথম বছরে যদি 4800 টাকা জমান, তাহলে পরের বছর তা 10% বাড়িয়ে 5280 টাকা করতে হবে, ঠিক এর পরের বছর 5800 টাকা। এরকম ভাবে চলতে থাকলে ভবিষ্যতে যে কত টাকা জমবে, তা কল্পনাও করতে পারবেন না।
মাত্র 4800 টাকা থেকে কোটিপতি
যদি আপনার লক্ষ্য 1 কোটি টাকা হয় এবং যদি 20 বছর সময়সীমা টার্গেট করে রাখেন, তাহলে মাত্র মাসে 4800 টাকা বিনিয়োগ করলেই সেই লক্ষ্য অর্জন করা সম্ভব। কারণ মিউচুয়াল ফান্ডে বার্ষিক 12% হারে রিটার্ন দেওয়া হয়। তবে হ্যাঁ, বিনিয়োগ বৃদ্ধি করতে হবে প্রতি বছরে 10% করে।
আরও পড়ুনঃ মাত্র ৬০০০ টাকায় শুরু করুন ভেন্ডি চাষ, মোটা আয়ে হয়ে যাবেন লাখপতি
এবার সেই হিসাব ধরে আপনাকে শুরুতেই মাসে 4800 টাকা SIP করতে হবে। এরপর প্রতিবছর ধাপে ধাপে 10% করে বিনিয়োগ বাড়াতে হবে। এভাবে 20 বছর শেষে আপনি পাবেন প্রায় 1 কোটি টাকার ফান্ড। শুধু একটু ধৈর্য ধরে বিনিয়োগ চালিয়ে যেতে হবে।
তবে মনে রাখবেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগে ছাড়া বড় অঙ্কের ফান্ড কোনোদিন সম্ভব না। এমনকি ঝুঁকিপূর্ণ ফান্ড বেছে নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন। আর প্রতিমাসে নিয়মিত ভাবে SIP চালিয়ে যেতে হবে। নাহলে কোনোদিন টার্গেট পূরণ হবে না। তবে বিনিয়োগ করার আগে অবশ্যই নিজের আর্থিক পরিস্থিতি এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই সিদ্ধান্তের পথে হাঁটবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |