সুপ্রিম কোর্টের ডেডলাইন শেষ! DA মামলায় এবার কী করবে রাজ্য সরকার? জল্পনা তুঙ্গে

Published:

da case bengal
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার মহার্ঘ্য ভাতা বা ডিএ (DA) মামলায় নাটকীয় মোড়। বিগত কয়েক বছর ধরে বাংলার ডিএ মামলা সুপ্রিম কোর্টে ঝুলে থাকার পর বড় রায় সামনে এসেছে। পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া টাকার থেকে ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এদিকে সম্প্রতি শোনা গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে তোড়জোড় শুরু করেছে। কার কত টাকা বকেয়া আছে সেটা জানার জন্য বিভিন্ন দফতরে নির্দেশিকা পাঠিয়েছে সরকার। এই সকল তথ্য সংগ্রহ করে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ৪ সপ্তাহের মধ্যে। কিন্তু এখন জানা যাচ্ছে, এই রিপোর্ট নাকি এখনও জমা পড়েনি আদালতে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

ডিএ মামলায় নাটকীয় মোড়

রিপোর্টে দাবি করা হয়েছিল, বকেয়া ডিএ-র অংশ মেটাতে নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নেয় নবান্ন। নতুন প্রযুক্তির ব্যবহার করে কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার পথে হাঁটছে সরকার। একটি বেসরকারি সংস্থাকে সেই প্রযুক্তি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এই ব্যবস্থায় সরকারি কর্মীদের নিজস্ব পোর্টাল ‘ইন্টিগ্রেটেড ফিনানশিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ২০০৯ সালে ‘রোপা’ কার্যকর হওয়ার পরে কার্যকালের মেয়াদ সংক্রান্ত তথ্য জানাতে হবে। অর্থাৎ, সরকারি কর্মচারীরা ২০০৯ সালের জুলাই থেকে ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত নিজেদের কার্যকালের তথ্য জানাবেন। তবে সেই কাজ নাকি এখনও অবধি করে উঠতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলে খবর।

আরও পড়ুনঃ ‘নবান্নের মালকিনের কিছু হবে না’, DA মামলায় রাজ্যের নতুন করে তৎপরতা ঘিরে কটাক্ষ

গত মে মাসে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ সরকারকে ২৫ শতাংশ বকেয়া টাকা মেটানোর নির্দেশ দেন। চার সপ্তাহের মধ্যে সকল কর্মচারীকে এই পরিমাণ ডিএ দিতে বলা হয়েছে। অগাস্টে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।

সুপ্রিম কোর্টে যাচ্ছে সরকার!

নবান্ন সূত্রে খবর, সরকারি কর্মীদের মহার্ঘভাতা কী ভাবে মেটাতে হবে, সেই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার। বেশ কয়েকটি বিষয়ে দেশের শীর্ষ আদালতের সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চাওয়া হতে পারে। যদিও এখন সুপ্রিম কোর্টে গরমের ছুটি চলছে। মনে করা হচ্ছে, আদালত খুললে এই মামলা নিয়ে দ্বারস্থ হতে পারে সরকার। যদিও এই বিষয়টিকে মোটেও ভালো চোখে দেখছেন না সরকারি কর্মীরা। তাঁদের আশঙ্কা, সরকারকে যাতে কর্মীদের বকেয়া টাকা না মেটাতে হয় সেটার আলাদা কৌশল। যাইহোক, এখন আগামী দিনে দেখার সরকার কী পদক্ষেপ নেয় সেদিকে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join