প্রতিমাসে মিলবে ৬০ হাজার পেনশন, এই স্কিমে বিনিয়োগ করলে অবসর জীবন হবে সুখকর

Published:

Best pension Scheme For Senior Citizens
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমানে দেশের সিনিয়র সিটিজেন বা অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য অসংখ্য পেনশন স্কিম (Best Pension Scheme) চালু রয়েছে। সেগুলির প্রত্যেকটিই বিভিন্ন দিক থেকে সেরা। তবে সেই সব সেরার তালিকায় সবচেয়ে বিশ্বাসযোগ্য ও আকর্ষণীয় স্কিম পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF। জানা যাচ্ছে, একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি তাঁর PPF অ্যাকাউন্টের সঞ্চিত অর্থ থেকে প্রতি মাসে 60 হাজার টাকা পেনশন পেতে পারেন। কীভাবে? রইল বিস্তারিত।

কত টাকা বিনিয়োগ করতে হবে?

মূলত পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে সিনিয়র সিটিজেনদের 7.1 সুদ দেওয়া হয়। সেই সূত্রেই, একজন অ্যাকাউন্ট হোল্ডার প্রতিবছর সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা জমা করতে পারবেন এই PPF অ্যাকাউন্টে। পাবলিক প্রভিডেন্ট ফান্ডের মেয়াদ মূলত 15 বছরের জন্য হয়ে থাকে।

তবে মোটা রিটার্ন পেতে হলে বিনিয়োগকারীকে 15 বছরের মেয়াদ শেষ হওয়ার পর আরও দুই ধাপে 5 বছর করে মোট 25 বছরের জন্য বিনিয়োগ করতে হবে। বলা বাহুল্য, এই 25 বছর মেয়াদের প্রতিটি বছর 1.5 লক্ষ টাকা করে বিনিয়োগ করে যেতে হবে অ্যাকাউন্ট হোল্ডারকে।

কীভাবে মাসে 60 হাজার টাকার পেনশন পাওয়া যাবে?

প্রথমত জানিয়ে রাখি, প্রভিডেন্ট ফান্ডের বিনিয়োগকারী যদি প্রতিবছর দেড় লক্ষ টাকা করে 25 বছরের জন্য জমাতে পারেন। সেক্ষেত্রে মোট আমানতের উপর 7.1 শতাংশ হারে সুদ পাবেন তিনি। হিসেব বলছে, একজন ব্যক্তি যদি প্রতিবছর দেড় লক্ষ টাকা করে 25 বছর জমাতে পারেন।

সেক্ষেত্রে মেয়াদ শেষে তাঁর সঞ্চিত অর্থের পরিমাণ দাঁড়াবে 37 লক্ষ 50 হাজারে, তার ওপর 7.1 শতাংশ সুদের হারে 65 লাখ 58 হাজার 15 টাকা সুদ পাবেন বিনিয়োগকারী। সব মিলিয়ে, 25 বছরের মেয়াদে একজন অবসরপ্রাপ্ত ব্যক্তির মোট আমানত গিয়ে দাঁড়াবে 1 কোটি 3 লাখেরও বেশি টাকায়।

অবশ্যই পড়ুন: ৩০০ টাকা সস্তায় মিলবে LPG সিলিন্ডার, বিরাট প্রকল্প কেন্দ্র সরকারের

এখন প্রশ্ন, কীভাবে প্রতিমাসে 60 হাজার টাকা করে পেনশন পাওয়া যাবে? হিসেব অনুযায়ী, একজন বিনিয়োগকারী যদি 25 বছরের মেয়াদ শেষের পর ওই 1 কোটি 3 লক্ষেরও বেশি টাকা অ্যাকাউন্টে জমা রাখেন সেক্ষেত্রে, 7.1 শতাংশ সুদের হারে প্রতি বছর 7,31,869 টাকা পাবেন বিনিয়োগকারী। এই অনুযায়ী, 12 মাসের হিসেবে প্রতিমাসে 60,989 টাকা করে পেনশন পেয়ে যাবেন অবসরপ্রাপ্ত ব্যক্তি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join