মিলত ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকা, আগস্ট থেকে এই পরিষেবা বন্ধ করছে SBI

Published on:

sbi insurance

সহেলি মিত্র, কলকাতাঃ কিছু গ্রাহককে বিরাট ধাক্কা দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI । আর মিলবে না বীমা কভারেজ। আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর থেকে বিমান যাত্রীদের মধ্যে বিমান ভ্রমণের সময় বিনামূল্যে দুর্ঘটনা বীমা নেওয়ার প্রবণতা বেশ খানিকটা বেড়েছিল। তবে আচমকা এই সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশের বৃহত্তম ব্যাংক। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড প্রদানকারী SBI কার্ড ঘোষণা করেছে যে তারা ১১ আগস্ট, ২০২৫ থেকে তার বেশ কয়েকটি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড ভেরিয়েন্টে বিনামূল্যে বিমান দুর্ঘটনা বীমা কভারেজ বন্ধ করে দেবে।

কোন কার্ডে বীমা সুবিধা বন্ধ হয়ে যাবে?

এক রিপোর্ট অনুসারে, এসবিআই কার্ড তার গ্রাহকদের জন্য প্রদত্ত বিনামূল্যে বিমান দুর্ঘটনা বীমা সুবিধা বন্ধ করে দিচ্ছে। এই সুবিধাটি প্রথমে তাদের নিজস্ব কিছু ব্র্যান্ডেড কার্ডে বন্ধ করা হয়েছিল এবং এখন এটি কো-ব্র্যান্ডেড ভেরিয়েন্টেও বন্ধ করা হচ্ছে। নিশ্চয়ই ভাবছেন কোন কোন কার্ডে এই বীমা সুবিধা বন্ধ করা হচ্ছে? রইল তালিকা…

ইউকো ব্যাংক এসবিআই কার্ড এলিট ।
সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই কার্ড এলিট ।
পিএসবি এসবিআই কার্ড এলিট ।
করুর বৈশ্য ব্যাঙ্ক (কেভিবি) এসবিআই কার্ড এলিট।
KVB SBI স্বাক্ষর কার্ড ।
এলাহাবাদ ব্যাংক এসবিআই কার্ড এলিট।

এই কার্ডগুলিতে ৫০ লক্ষ টাকার বীমা বন্ধ করা হবে

ইউকো ব্যাংক এসবিআই কার্ড প্রাইম।
সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই কার্ড প্রাইম ।
পিএসবি এসবিআই কার্ড প্রাইম ।
KVB SBI কার্ড প্রাইম ।
KVB SBI প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড ।
সাউথ ইন্ডিয়ান ব্যাংক এসবিআই কার্ড প্রাইম ।
সাউথ ইন্ডিয়ান ব্যাংক এসবিআই প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড ।
কর্ণাটক ব্যাংক এসবিআই কার্ড প্রাইম ।
কর্ণাটক ব্যাংক এসবিআই প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড ।
সিটি ইউনিয়ন ব্যাংক এসবিআই কার্ড প্রাইম ।
এলাহাবাদ ব্যাংক এসবিআই কার্ড প্রাইম।
UBI SBI প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড ।
ওবিসি এসবিআই ভিসা প্ল্যাটিনাম কার্ড।
ফেডারেল ব্যাংক এসবিআই প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড।
ব্যাংক অফ মহারাষ্ট্র (BOM) এসবিআই প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥