সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে যে হারে মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে সাধারণ মানুষের সংসার চালানো দায় হয়ে পড়ছে। আর ঘাড়ে যাদের ঋণের বোঝা, তাদের তো বিপাকের শেষ নেই। এই অবস্থায় গ্রাহকদের কিছুটা স্বস্তি দিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দুই দফায় 50 বেসিস পয়েন্ট রেপো রেট (Repo Rate) কমিয়েছে। তবে আগামী দিনে নাকি আরও রেপো রেট কমানো হচ্ছে। হ্যাঁ, এমনটাই রিপোর্টে উঠে আসছে।
কী জানাচ্ছে স্টেট ব্যাঙ্কের সমীক্ষা?
সম্প্রতি স্টেট ব্যাঙ্কের একটি সমীক্ষা মারফত জানা যাচ্ছে, চলতি অর্থবর্ষে আরবিআই 125 থেকে 150 বেসিস পয়েন্ট রেপো রেট কমাতে পারে। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। আর যদি রেপো রেট কমানো হয়, তাহলে হোম লোন, গাড়ি লোন সহ বিভিন্ন ঋণের সুদের হার অনেকটাই কমবে। এমনকি মাসিক কিস্তি, অর্থাৎ ইএমআই খরচ অনেকটাই কমে যাবে।
মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখেই রেপো রেট হ্রাস?
সূত্র বলছে, মূলত বর্তমান সময়ের মূল্যবৃদ্ধির হারের কথা মাথায় রেখেই স্টেট ব্যাঙ্ক এই সমীক্ষা প্রকাশ করেছে। তবে রিপোর্টে দেখা যাচ্ছে, খাদ্য পণ্যের দাম কমার ফলে মার্চ মাসের মূল্যবৃদ্ধি বিগত 6 থেকে 7 মাসের মধ্যে সবথেকে তলানিতে ঠেকেছে। হ্যাঁ, হিসাব বলছে মূল্যবৃদ্ধি 3.34 শতাংশে নেমে এসেছে, যা 4% এর কাছাকাছি ঠেকতে পারে।
এদিকে দেশের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস সুদের হার কমানোর রাস্তাকে আরো মসৃণ করে তুলেছে। শোনা যাচ্ছে, জিডিপির হার 2025-26 অর্থবর্ষে 9 থেকে 9.30 শতাংশে পৌঁছবে। অবশ্য বাজেটে জিডিপির হার 10% মতো দাঁড়াবে বলেই খবর।
আরও পড়ুনঃ ভারতের ভয়ে পলাতক পাকিস্তানের প্রধানমন্ত্রী, বিদেশ মন্ত্রি! বিরাট অভিযোগ পাক সাংসদের
ব্যাঙ্ক এবং সাধারণ মানুষের উপর প্রভাব
এদিকে সমীক্ষায় জানানো হয়েছে, ইতিমধ্যেই যে সমস্ত ব্যাঙ্ক রেপো রেটের সঙ্গে টাল মিলিয়ে ঋণ দেয়, তারা 50 বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ কমিয়ে ফেলেছে। তবে ঋণের সুদ যে কতটা কমবে, সেটা নির্ভর করবে মূলত মূলধন সংগ্রহের খরচ এবং ব্যাঙ্কের আর্থিক অবস্থার উপরেই। পাশাপাশি যদি সুদের হার কমে যায়, তাহলে আমানতের উপর শুল্ক হয়তো অনেকটাই কমবে। আর সেক্ষেত্রে আমানত সংগ্রহে কিছুটা সমস্যা তৈরি হতে পারে বলেও মনে করা হচ্ছে।