শ্বেতা মিত্র, কলকাতা: অবশেষে এসে গেল বিরাট আপডেট যার জন্য অপেক্ষা করছিলেন কোটি কোটি সরকারি কর্মী। হোলির আগেই ঘোষণা হয়ে যেতে পারে DA/DR নিয়ে। কেন্দ্রীয় সরকার তার কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছে। সরকারি কর্মচারীদের বেতন স্কেল ১ জানুয়ারি, ২০২৬ থেকে সংশোধিত হবে। তার আগে, সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা মহার্ঘ্য ভাতা এবং মহার্ঘ্য ত্রাণের হার বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন।
কবে বাড়বে DA, DR?
২০২৫ সালের জানুয়ারি থেকে ডিএ/ডিআরের হার বাড়বে। বর্তমানে, ৫৩ শতাংশ হারে ডিএ/ডিআর দেওয়া হচ্ছে। সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (শিল্প শ্রমিক) এবং মুদ্রাস্ফীতির হারের দিকে তাকালে, ১ জানুয়ারী থেকে ডিএ/ডিআর তিন শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ছিল। ডিএ হার ৫৬ শতাংশে পৌঁছাবে বলে আশা করা হয়েছিল। এখন ডিএ/ডিআর দুই শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
কারণ, ২০২৪ সালের ডিসেম্বরের জন্য সর্বভারতীয় CPI-IW ০.৮ পয়েন্ট কমেছে। শ্রম ব্যুরো কর্তৃক প্রকাশিত সূচকের তথ্য ১৪৩.৭ পয়েন্টের উপর সংকলিত। গতবার মহার্ঘ্য ভাতা ৩ শতাংশ বাড়ানো হয়েছিল। মার্চ মাসে হোলির আগে কেন্দ্রীয় সরকার ডিএ/ডিআর হার বৃদ্ধির ঘোষণা করতে পারে।
কীভাবে গণনা হয় ডিএ/ডিআর?
সপ্তম বেতন কমিশন অনুসারে, মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে গণনা করা হয়। ২০২৪ সালের জুলাই থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচকের তথ্য নির্ধারণ করবে যে কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের জানুয়ারিতে ডিএ কতটা বাড়াতে পারে। জুলাই ২০২৪ থেকে নভেম্বর ২০২৪ পর্যন্ত তথ্য ইঙ্গিত দিচ্ছিল যে ২০২৫ সালের জানুয়ারিতে ডিএ হার ৩ শতাংশ বৃদ্ধি পেতে পারে। এখন, ডিসেম্বরের AICPI তথ্য প্রকাশের পর, তিন শতাংশ প্রবৃদ্ধির আশা ম্লান হয়ে আসছে বলে মনে হচ্ছে।
আরও পড়ুনঃ Jio, Airtel-র ঘুম উড়িয়ে দিল BSNL! কম খরচে এত সুবিধা কেউ দিতে পারবে না
বিশেষজ্ঞরা বলছেন, ডিসেম্বরে যদি এই সংখ্যা ১৪৫ এর কাছাকাছি হত, তাহলে ডিএ ৫৬ শতাংশে পৌঁছাতে পারত। গত কয়েক বছর ধরে, নির্ধারিত সময়ের চেয়ে দুই থেকে তিন মাস পিছিয়ে ডিএ/ডিআর বৃদ্ধি করা হচ্ছে। জানুয়ারি ও জুলাই মাস থেকে ডিএ বৃদ্ধির নিয়ম থাকলেও, তা কেবল মার্চ ও অক্টোবর মাসেই ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সরকার হোলি এবং দীপাবলিতে কর্মচারীদের ডিএ/ডিআর বৃদ্ধির উপহার দেয়।
২০২৪ সালের নভেম্বর মাসের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (শিল্প শ্রমিক) ১৪৪.৫ পয়েন্টে স্থিতিশীল ছিল। ২০২৪ সালের নভেম্বরে মুদ্রাস্ফীতির হার ৩.৮৮ শতাংশ, যা ২০২৩ সালের নভেম্বরে ছিল ৪.৯৮ শতাংশ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |