১০ বছরের প্রতীক্ষার অবসান হবে ডিসেম্বরেই? এ মাসেই বসতে পারে DA নিয়ে বৈঠক

Published on:

government employee dearness allowance

শ্বেতা মিত্র, কলকাতাঃ সকলের মুখে এখন একটাই কথা, বিশেষ করে সরকারি কর্মীদের মধ্যে একটা জিনিস নিয়ে আলোচনা তুঙ্গে রয়েছে। আর সেটা হল অষ্টম বেতন পে কমিশন (8th pay commission)। দীর্ঘ ১০ বছর কেটে গেলেও এখনো অবধি নতুন পে কমিশন গঠন হয়নি। এদিকে ২০২৪ সাল শেষ হওয়ার আগে অষ্টম বেতন পে কমিশন গঠনের দাবি জানিয়ে আসছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। এই মর্মে নভেম্বরে বৈঠক হওয়ার কথা থাকলেও হয়নি। এবার এই বৈঠক নিয়েই প্রকাশ্যে এল বড় আপডেট যা আপনারও শুনে নেওয়া জরুরি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অষ্টম বেতন পে কমিশন নিয়ে আপডেট

নয়া বেতন পে কমিশন অর্থাৎ অষ্টম বেতন পে কমিশন কবে গঠন হবে এই নিয়ে সরকারের কাছে প্রশ্ন রেখেছিল সরকারি কর্মীদের ইউনিয়নগুলির। এই নিয়ে নভেম্বর মাসেই একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা পিছিয়ে দেওয়া হয়। এই আবহে ডিসেম্বরে এই বৈঠকটি হতে পারে বলে দাবি করা হয়েছে একাধিক রিপোর্টে।

অষ্টম বেতন কমিশন গঠনের অপেক্ষায় রয়েছেন এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী। এটি বাস্তবায়নের মাধ্যমে কর্মচারীদের মূল বেতন-ভাতা, পেনশন ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়বে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কেন বৈঠক হল না?

ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারির প্রধান হলেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব। এছাড়াও আরও বহু আমলা এবং সরকারি কর্মী ইউনিয়নগুলির নেতারা এর সদস্য। জানা গিয়েছে, কর্মীবর্গ এবং প্রশিক্ষণ দফতরের সচিবের সম্প্রতি বদলি হয়েছে। এর জেরেই নভেম্বরে এই জেসিএম বৈঠক হয়নি। যাইহোক, এখন প্রশ্ন উঠছে, ডিসেম্বরে কী শেষমেষ বৈঠক হবে? সেদিকে নজর থাকবে সকলের।

কী বলছে সরকার?

অষ্টম বেতন পে কমিশন নিয়ে এই মর্মে রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি বড় কথা বলেছেন। তিনি জানান, বর্তমানে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের কোনও প্রস্তাব বিবেচনাধীন নেই। বস্তুত, ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটে নতুন বেতন কমিশনের কথা ঘোষণা করার কথা ভাবছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group