শ্বেতা মিত্র, কলকাতা: আরও একবার সুখবর পাওয়ার আশায় দিন গোনা শুরু করে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের কর্মীরা। গত বছরের মাঝামাঝি সময় কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতার (Dearness Allowance) পরিমাণ বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছিল পেনশনভোগীদের ডিআর বা ডিয়ারনেস রিলিফ-এর পরিমাণ। ২০২৪ সালের ১ জুলাই DA ও DR-এর অংক বৃদ্ধি করা হয়েছিল। এবার আরও এক দফা বৃদ্ধির আশায় দিন গোনা শুরু করে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা।
কবে বর্ধিত DA ঘোষণা করবে সরকার?
কেন্দ্রের পক্ষ থেকে আরও একবার ডিএ, ডিআর বৃদ্ধি করা হলে রাজ্য সরকারী কর্মীদের সঙ্গে কেন্দ্র সরকারী কর্মীদের বেতনের পার্থক্য কতটা হয় সেটা হবে দেখার বিষয়। এবার ডিএ বৃদ্ধি হলে কেন্দ্রীয় চাকরিরত কর্মীদের লাভের পরিমাণ কতো হতে পারে? সেটা এখনই পুরোপুরি বলা সম্ভব না হলেও মোটামুটি একটা হিসেবে করা হচ্ছে।
এখন কেন্দ্রীয় সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা ৫৩ শতাংশ। যদি আরও ৩ শতাংশ ডিএ বৃদ্ধি পায় তাহলে মহার্ঘ ভাতা হতে ৫৬ শতাংশ। এই ৫৬ শতাংশ ডিএ বৃদ্ধি মানে কতো লাভ? ধরুন কেন্দ্রীয় সরকারের কোনও কর্মীদের বেতন মাস গেলে ১৮ হাজার টাকা। এর ওপর ৫৬ শতাংশ হারে ডিএ বৃদ্ধি হওয়া মানে সেই কর্মী মাসে মাসে ডিএ বাবদ পাবেন ১০ হাজার ৮০ টাকা। এখন ৫৩ শতাংশ হারে কর্মীরা মাসে মাসে পাচ্ছেন ৯ হাজার ৫৪০ টাকা। আগামী দিনে ৫৩ শতাংশ বেড়ে ৫৬ শতাংশ হলে লাভের পরিমাণ বাড়বে ৫৪০ টাকা।
ভাগ্য বদলাবে কর্মীদের?
১৮ হাজার টাকা কেন্দ্রীয় সরকারের আওতায় চাকরিরত কর্মীদের নুন্যতম বেতন ধরা হয়। এবার যার মাসিক বেতন যত বেশি হবে, ডিএ বৃদ্ধি পেলে লাভের পরিমাণ সেই অনুযায়ী বাড়তে থাকবে। ডিএ কতো শতাংশ বাড়বে সেটা কিছু পরিসংখ্যানের ওপর নির্ভর করে থাকে। এআইসিপিআই সূচক বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স-এর ওপর নির্ভর করে ডিএ বৃদ্ধি হওয়ার পরিমাণ। এর আগে এই সূচক বেড়ে হয়েছিল ১৪৪.৫। এই সংখ্যার যদি বদল না হয় তাহলে ডিএ বৃদ্ধি হওয়া উচিৎ ৫৫.৫৪ শতাংশ; কেন্দ্রীয় সরকার যেহেতু ভগ্নাংশ হিসেব করে না, তাই আগের তুলনায় ডিএ বৃদ্ধির হার হতে পারে ২ শতাংশ।