বর্ষশেষে IT Return নিয়ে বিরাট ঘোষণা, করদাতাদের উদ্দেশ্যে সুখবর শোনাল কেন্দ্র সরকার

Published on:

it return filing date extension announce by cbdt

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আপনি কি আয়কর রিটার্ন (Income tax return) জমা করেন? তাহলে কেন্দ্র সরকারের তরফ থেকে একটি নতুন নোটিশ জারি করা হয়েছে যেটি আপনার কাজে লাগতে পারে। ২০২৪-২৫ সালের লেট আইটি রিটার্ন জমা দেওয়া ও সংশোধিত IT Return জমা দেওয়ার তারিখ ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে। তবে এখনও যদি কেউ সেটা না করে থাকেন তাহলে তাদের উদ্দেশ্যে এক দারুণ ঘোষণা এল আয়কর দফতরের থেকে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

IT Return নিয়ে নতুন ঘোষণা আয়কর দফতরের

আজ অর্থাৎ ৩১ শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ডেডলাইন ঘোষণা করা হয়েছিল আয়কর দফতরের তরফ থেকে। তবে সেটা এবার দু সপ্তাহের জন্য বর্ধিত করে ১৫ ই জানুয়ারি শেষ তারিখ ঘোষণা করা হল। আজ বেলা ১২ টা নাগাদ এক্স বা টুইটার হ্যান্ডেলে আয়কর দফতরের তরফ থেকেই এই ঘোষণা করা হয়।  ১৯৬১ সালের ইনকাম ট্যাক্স আইনের ১১৯ ধারায় এই অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে CBDT এর তরফ থেকে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পিছোলো আয়কর জমা দেওয়ার ডেডলাইন

সাধারণত আয়কর দাতাদের জন্য প্রতিবছর ৩১ শে জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়ে থাকে। এর মধ্যে আইটি রিটার্ন জমা করে দিলে কোনো সমস্যা বা ফাইন দিতে হয় না। তবে এই সময়ের মধ্যে যারা আইটি রিটার্ন জমা করতে পারেন না তাদের জন্য নতুন করে এক্সটেনশন দেওয়া হয়। এক্ষেত্রে কিছু টাকা ফাইন দিতে হয় দেরিতে রিটার্ন দাখিলের জন্য। যদি IT Retrun এ ট্যাক্স থাকে তাহলে নূন্যতম ৫০০০ টাকা দিতে হয়, তবে কোনো ট্যাক্স না থাকলে টাকার অঙ্কটা পরিবর্তন হতেই পারে। তবে যদি আয় ৩ লক্ষ টাকার নিচে হয় তাহলে দেরিতে জমা দিলেও কোনো ফাইন দিতে লাগে না।

প্রসঙ্গত, এবছর ১৭ই ডিসেম্বর ২০২৩-২৪ অর্থবর্ষে দেশের আয়করদাতাদের সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। সংসদে দাঁড়িয়ে তিনি জানান, গতবছর দেশের মোট জনসংখ্যার থেকে মাত্র ৬.৬৮% মানুষই আয়কর জমা দিয়েছেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group