মহানবমীর দিন ৩% DA বাড়াল কেন্দ্র সরকার, পেনশনভোগী সহ কর্মীদের জন্য বিরাট সুখবর

Published:

DA Hike
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: উৎসবের মরসুমেই বিরাট সুখবর। লটারি লাগল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। হ্যাঁ, আজই ৩% মহার্ঘ ভাতা বৃদ্ধি (DA Hike) করল কেন্দ্রীয় সরকার। মহানবমীর দিনই আসলো এই সুখবর। উল্লেখ্য, কেন্দ্রীয় কেবিনেট আগেই DA বাড়ানোর জন্য পরিকল্পনা করেছিল। তবে কবে থেকে কার্যকর হচ্ছে এই নতুন হারে মহার্ঘ ভাতা?

চলতি বছরেই বেড়েছে DA

প্রসঙ্গত, এ বছরের শুরুতেই ২% ডিএ বাড়ানো হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। মার্চ মাস থেকেই নতুন হারে কার্যকর হয়েছিল ডিএ। আর মাত্র ৬ মাস পরেই ফের কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ানো হল। এদিকে আজ মহানবমী অর্থাৎ বুধবার কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠক ছিল। আর সেখানেই এই ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যাচ্ছে, বিগত জুলাই মাস থেকেই এই নতুন হারে ডিএ কার্যকর করা হবে।

কারা উপকৃত হবেন?

এই ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাই মূলত উপকৃত হবেন। এর আওতায় রয়েছে ১ কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগী। এমনকি তাদের মধ্যে ৪৮.৬৬ লক্ষ কর্মচারী এবং ৬৬.৬৫ লক্ষ পেনশনভোগী রয়েছে। প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর থেকে নতুন হারে জিএসটি কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। ফলে জিনিসপত্রের দাম অনেকটাই কমেছে। আর এই উৎসবের মরসুমে চাকরিজীবীদের মুদ্রাস্ফীতির সাথে মোকাবিলা করার জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা এক কথায় সোনায় সোহাগা হতে চলেছে।

আরও পড়ুনঃ বিজয়া দশমীতে এভাবে করুন প্রিয়জনকে উইশ! রইল মন ছুঁয়ে যাওয়া ৩০টি শুভেচ্ছা বার্তা

উল্লেখ্য, করোনা মহামারীর সময় তিনবার ডিএ স্থগিত করে দেওয়া হয়েছিল। তবে ২০২১ সালে ফের আবার কেন্দ্র সরকার ডিএ দেওয়া শুরু করে। এমনকি এর আগে ২০২৪ সালে ৩% ডিএ বাড়ানো হয়েছিল। ফলে ৫০% থেকে বেড়ে ৫৩% হয়। আর চলতি বছরে আরও ২% বাড়িয়ে ৫৩ থেকে ৫৫% দাঁড়িয়েছিল। আর এবার অক্টোবর মাসে আরও ৩% ডিএ বাড়ানো হল, যা জুলাই মাস থেকে কার্যকর হচ্ছে। ফলে এবার সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা মোট ৫৮% হারে মহার্ঘ ভাতা পাবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join