সহেলি মিত্র, কলকাতাঃ ডিএ বা মহার্ঘ্য ভাতা নিয়ে এসে গেল বড় আপডেট। বর্তমান সময়ে কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী দুটি জিনিসের জন্য দীর্ঘ অপেক্ষা করছেন। এক জুলাই মাসের জন্য ডিএ-র ঘোষণা (DA Hike) এবং দ্বিতীয় হল অষ্টম বেতন পে কমিশনের। এক কথায় যত সময় এগোচ্ছে ততই এই দুটি জিনিস নিয়ে সরকারি কর্মীদের প্রত্যাশার পারদ চড়ছে। এখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। এরপর আরও এক দফায় ডিএ বাড়বে। এখন প্রশ্ন উঠছে, ২ না ৩% ডিএ বাড়বে এবার? আগের বার মাত্র ২ শতাংশ ডিএ বেড়েছিল, যার ফলে বহু কর্মীর মন ভেঙেছে। এখন প্রশ্ন উঠছে, পরবর্তী ঘোষণা কত শতাংশ হতে পারে?
জুলাই মাসে কতটা বাড়বে ডিএ?
এপ্রিল মাসে কেন্দ্রীয় সরকার প্রায় ১.২ কোটি কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ভাতা (ডিএ) এবং মহার্ঘ্য ত্রাণ (ডিআর) ২% বৃদ্ধি করে ৫৫% করার ঘোষণা করেছিল। জানুয়ারি-জুন সময়ের জন্য ডিএতে ২% বৃদ্ধি গত ৭৮ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল। ২০২৫ সালের ক্যালেন্ডার বছরের প্রথম তিন মাসে মুদ্রাস্ফীতি আরও হ্রাসের ইঙ্গিত দেয় যে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ ২% এরও কম বৃদ্ধি পেতে পারে। ২০২৫ সালের প্রথম দুই মাসের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (AICPI-IW) তথ্যে হ্রাস দেখা গেছে, যা জুলাই-ডিসেম্বর ২০২৫ সালের জন্য DA বৃদ্ধি কমাতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। কর্মীদের জন্য DA বৃদ্ধি গণনা করার জন্য AICPI-IW একটি গুরুত্বপূর্ণ মেট্রিক। যদি পরবর্তী ৪ মাস ধরে পতনের ধারা অব্যাহত থাকে, তাহলে ভাতা প্রভাবিত হতে পারে। অর্থাৎ এবারেও কম ডিএ বাড়বে।
যদি একাধিক রিপোর্টে বিশ্বাস করা হয়, তাহলে এটি কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের আরও হতাশ করবে। প্রযুক্তিগতভাবে এটি হবে সপ্তম বেতন কমিশনের শেষ ডিএ সংশোধন। আপনাদের জানিয়ে রাখি যে, এই বছরের ৩১ ডিসেম্বর, সপ্তম বেতন কমিশন তার ১০ বছরের মেয়াদ পূর্ণ করবে। এরপর শুরু হবে অষ্টম বেতন পে কমিশন নিয়ে দিন গোনা। যদিও এই নতুন পে কমিশন ২০২৬ সালে গঠিত হবে কিনা তা নিয়েও শুরু হয়েছে প্রশ্ন।
ডিএ কী?
এটি এক ধরণের ভাতা যা ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রভাব কমাতে কেন্দ্রীয়, রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের দেওয়া হয়। জানিয়ে রাখি যে ডিএ বছরে দুবার সংশোধন করা হয়। প্রথমার্ধ হল জানুয়ারি থেকে জুনের মাঝামাঝি সময়কাল। দ্বিতীয়ার্ধ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। বছরের প্রথম ভাড়া বৃদ্ধি সাধারণত মার্চ মাসে এবং দ্বিতীয়টি প্রতি বছর অক্টোবর/নভেম্বরে ঘোষণা করা হয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |