অষ্টম পে কমিশন নিয়ে খারাপ খবর! কর্মচারী ও পেনশনভোগীদের বড় ঝটকা দিল সরকার

Published on:

government employee 8th pay commission

শ্বেতা মিত্র, কলকাতাঃ ২০২৪ সাল শেষ হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে।  এরই মাঝে সকল সরকারি কর্মীদের মধ্যে একটি জিনিস নিয়ে আলোচনা তুঙ্গে রয়েছে আর সেটা হল অষ্টম বেতন পে কমিশন (8th pay commission)। নতুন এই পে কমিশনটি কবে গঠিত হবে সেই নিয়ে সকলেই প্রশ্ন তুলছেন। এদিকে এই অষ্টম বেতন পে কমিশন একবার গঠন হয়ে গেলে সকলের বেতন থেকে শুরু করে বোনাস, মহার্ঘ ভাতা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। তবে নতুন পে কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কোনওরকম আশ্বাসমূলক বার্তা দেওয়া হয়নি। যে কারণে মন খারাপ কোটি কোটি সরকারি কর্মীদের। এদিকে সামনেই রয়েছে কেন্দ্রীয় বাজেট। কিন্তু এই বাজেটের আগে এই অষ্টম বেতন পে কমিশন নিয়ে বড়সড় কথা জানাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক যা শুনলে আপনি চমকে উঠবেন। আপনিও জানতে ইচ্ছুক যে কেন্দ্রীয় অর্থমন্ত্রক কী জানিয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অষ্টম বেতন পে কমিশন নিয়ে বড় আপডেট

আসলে কেন্দ্রীয় সরকার তার ৪৮ লক্ষ কর্মচারী এবং প্রায় ৬৫ লক্ষ পেনশনভোগীকে বড় ধাক্কা দিয়েছে। অষ্টম বেতন কমিশন গঠনের কোনও প্রস্তাব নিয়ে সরকার বিবেচনা করছে না বলে মঙ্গলবার রাজ্যসভায় স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরি। বর্তমানে DA/DR হার ৫৩ শতাংশে পৌঁছেছে। নিয়ম হলো, ডিএ-র হার ৫০ শতাংশ পেরোলেই কর্মচারীদের বেতন স্কেল ও ভাতায় পরিবর্তন আসে। কর্মচারীরা এখন অষ্টম বেতন কমিশন গঠনের অপেক্ষায় রয়েছেন।

বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ইউনিয়ন বারবার সরকারের কাছে অষ্টম বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছে। চলতি বছরের গোড়ায় কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স এর সাধারণ সম্পাদক এসবি যাদব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে বর্তমান পরিস্থিতিতে দেরি না করে অষ্টম বেতন কমিশন গঠনের আর্জি জানিয়েছিলেন। সরকার এ ব্যাপারে নীরব।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ধাক্কা খেলেন লক্ষ লক্ষ কর্মী

রাজ্যসভার সাংসদ জাভেদ আলি খান এবং রামজি লাল সুমন সংসদ অধিবেশনে অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সাংসদরা জানতে চান, ২০২৫ সালের বাজেটে অষ্টম বেতন কমিশন গঠনে সরকার সক্রিয় ছিল কি না। সরকারের আর্থিক অবস্থা কি কর্মচারীদের বেতন স্কেল বাড়তে দিচ্ছে না? এই প্রশ্নের উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি বলেন, “এমন কোনও প্রস্তাব সরকারের বিবেচনাধীন নেই।”

এর আগে ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার্স অ্যাসোসিয়েশন (আইআরটিএসএ) কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে অনুরোধ করেছিল যে কেন্দ্রীয় সরকারের কোনও বিলম্ব না করে অষ্টম বেতন কমিশন গঠন করা উচিত। গত বছর সংসদ অধিবেশন চলাকালীন অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখনও সরকারের তরফে স্পষ্ট জবাব দেওয়া হয়েছিল, অষ্টম বেতন কমিশন গঠনের কোনও প্রস্তাব নেই। সরকার তা বিবেচনা করছে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group