রেশন কার্ড আছে? এবার সামগ্রীর সাথে ১২ হাজার টাকা দেবে কেন্দ্র! এভাবে করুন আবেদন

Published on:

modi-money

ইন্ডিয়া হুড ডেস্কঃ দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কিছু না কিছু করেই চলেছে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বহু রাজ্য সরকার। এদিকে সরকারের নানা পদক্ষেপের জেরে উপকৃত হচ্ছেন দেশের কোটি কোটি মানুষ। আনা হচ্ছে নানা প্রকল্প। কিন্তু আজ কথা হবে কেন্দ্রের এক বিশেষ প্রকল্প নিয়ে। এমনিতে ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্রের মোদী সরকার সুলভ শৌচালয়ের ওপর জোর দিয়ে আসছে বারবার। আর এর জন্য একটি বিশেষ প্রকল্পও চালাচ্ছে সরকার, যে সম্পর্কে শুনলে হয়তো আপনি আপনার কানকে বিশ্বাস করতে পারবেন না। শুধু তাই নয়, এই বিশেষ প্রকল্পে আবেদন করলে আপনি এক লহমায় পেয়ে যাবেন কড়কড়ে ১২,০০০ টাকা। হ্যাঁ ঠিকই শুনেছেন।

১২,০০০ টাকা দিচ্ছে সরকার

WhatsApp Community Join Now

আজ এই প্রকল্পে আলোচনা হবে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে শুরু হওয়া শৌচালয় যোজনা নিয়ে। এই যোজনায় আবেদন করলে আপনি পেয়ে যেতে পারেন ১২,০০০ টাকা। এই যোজনাটি স্বচ্ছ ভারত মিশনের আওতাভুক্ত। মূলত এই যোজনায় যে সকল ভারতীয় নাগরিকদের শৌচালয় নেই তাদের শৌচালয় তৈরীর জন্য ১২ হাজার টাকা অনুদান দেওয়া হয়। হ্যাঁ ঠিকই শুনেছেন। দেশ অনেক উন্নতির দিকে এগিয়ে গেলেও এখনও অনেক বাড়িতে ভালো শৌচালয় নেই। এখনও গ্রামে গঞ্জের বহু মানুষকে মাঠে যান প্রাকৃতিক কাজ সারতে। তবে আর চিন্তা নেই, এবার বাড়িতে শৌচালয় তৈরি করতে টাকা দিচ্ছে খোদ কেন্দ্রীয় সরকার।

কারা কারা আবেদন করতে পারবেন

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে এই শৌচালয় যোজনায় কারা কারা আবেদন জানাতে পারবেন?

১) এই প্রকল্পের সুবিধা পেতে আপনার বাড়িতে শৌচাগার থাকা উচিত নয়।

২) শুধুমাত্র ভারতের নাগরিকরাই এই যোজনার সুবিধা নিতে পারবেন।

৩) দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারগুলো আবেদন জানাতে পারবেন।

৪. এই স্কিমের জন্য আবেদনকারী আবেদনকারীর কাছে এই সম্পর্কিত নথি থাকতে হবে।

কী কী নথি লাগবে

১. আধার কার্ড

২. ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক

৩. পরিচয়পত্র

৪. মোবাইল নম্বর

৫. পাসপোর্ট সাইজ ছবি

৬. রেশন কার্ড

কোথায়, কীভাবে আবেদন করবেন

১) আপনিও যদি এই অনুদানের টাকা পেতে চান তাহলে https://swachhbharatmission.gov.in/ -এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারেন।

২) এরপর ‘Home Page’ খুলবে।

৩) এরপর Citizen Corner অপশনে গিয়ে Application Form for IHHL ক্লিক করতে হবে।

৪) এরপর আপনার সামনে লগ ইন পেজে খুলে যাবে।

৫) যেখানে আপনি Citizen Registration ক্লিক করবেন।

৬) এর পর আপনার সামনে রেজিস্ট্রেশন ফোরাম ওপেন হবে, যেখানে আপনাকে আপনার সংশ্লিষ্ট তথ্য পূরণ করে ‘Submit’ করতে হবে।

৭) এর পর আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আপনি একটি আইডি পাসওয়ার্ড পাবেন।

৮) এর পর আপনাকে সাইন ইন করতে হবে, এবং আপনার লগইন আইডি লিখে Get OTP-তে ক্লিক করতে হবে।

৯) এবার মোবাইলে ওটিপি আসবে, যা ভেরিফাই করে সাইন ইন করতে হবে।

১০) এখন আপনাকে মেনুতে নতুন অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করতে হবে।

১২) এর পরে, আইএইচএইচএল আবেদন ফর্মটি আপনার সামনে খুলবে।

১৩) এখন আপনাকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।

১৪) এর পরে, আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট সহ প্রাপ্ত সমস্ত নথি আপলোড করতে হবে।

১৫) সবশেষে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

সঙ্গে থাকুন ➥