Indiahood-nabobarsho

এতটা বাড়ছে নূন্যতম পেনশন, ১ এপ্রিল থেকেই নয়া নিয়ম

Published on:

ups pension

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: কেন্দ্রীয় কর্মীদের সৌভাগ্যের চাকা যেন ঘুরেই চলেছে। একের পর এক বড় সুবিধা নিয়ে আসছে কেন্দ্র সরকার। এদিকে সামনেই বাজেট পেশ হতে চলেছে। হাতে বাকি আর মাত্র কিছুদিন। আর এই আবহেই এবার বাজেট ঘোষণার আগেই কেন্দ্রীয় সরকার পেনশন (Pension) নিয়ে এক বড় ঘোষণা করে দিল। আর সেটি হল ইউনিফায়েড পেনশন স্কিম।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

UPS প্রকল্প নিয়ে বড় আপডেট

গত বছর অর্থাৎ ২০২৪ সালের ২৪ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিফায়েড পেনশন স্কিম বা UPS প্রকল্পের ঘোষণা করেছিলেন। এবং এই ঘোষণার মাধ্যমে জানিয়েছিলেন যে এতে প্রায় ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী উপকৃত হবেন। আর এই স্কিমের অধীনে যে সকল কর্মীরা ২৫ বছর বা তার বেশি কাজ করেছেন, তারা বেসিক পে-র ৫০ শতাংশ পাবেন অবসরের পর। এবার সেই স্কিম নিয়েই আরও বড় আপডেট দিল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে আগামী ১ এপ্রিল ২০২৫ থেকেই সারা দেশে কেন্দ্র সরকারি কর্মীদের জন্য চালু হতে চলেছে এই ইউনিফায়েড পেনশন স্কিম বা UPS প্রকল্প।

সূত্রের খবর, পুরনো পেনশন সিস্টেম বা OPS প্রকল্পের ফিচার্সের অনেক খামতি দেখা গিয়েছে। আর তাই সেই খামতিগুলি পূরণ করতেই মূলত এই নতুন সিস্টেম UPS আনা হচ্ছে। আসলে সরকারি কর্মীরা অবসরের পরে পেনশন এর উপর বেশ নির্ভরশীল থাকে। তাই অবসরকারীদের আর্থিক স্থিতিশীলতা এবং আর্থিক নিরাপত্তা দানই এই স্কিমের মুখ্য উদ্দেশ্য। যে সমস্ত সরকারি কর্মী ইতিমধ্যেই NPS বা ন্যাশনাল পেনশন স্কিমের অধীনে নথিভুক্ত রয়েছেন এবং পেনশনের সিস্টেম হিসেবে NPS কে নির্বাচন করেছেন, তারা এই নতুন স্কিমের সুবিধে পাবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

একাধিক সুবিধা থাকছে এই স্কিমে

এছাড়াও যে সমস্ত সরকারি কর্মী UPS প্রকল্প চালু হওয়ার আগেই অবসর নিচ্ছেন, কিন্তু তাঁরা NPS এর অধীনে নথিভুক্ত আছেন, তারা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদের হার অনুসারে বকেয়া টাকা এরিয়ার হিসেবে পাবেন। রয়েছে আরও নানা সুবিধা। এই স্কিমের অধীনে নিশ্চিত রূপে ১০ হাজার টাকা ন্যূনতম পেনশন পাওয়া যাবে UPS এর অধীনে পারিবারিক বা নির্ভরশীল পেনশন বেনেফিটও পাওয়া যাবে। পেনশন প্রাপকের মৃত্যুর পরে পরিবার প্রাপ্ত পেনশনের ৬০ শতাংশ হিসাবে পাওয়া যাবে। তবে যে সমস্ত কর্মী চাকরি থেকে পদত্যাগ করেছেন বা তাঁকে বহিষ্কার করা হয়েছে তারা এই স্কিমের সুবিধে পাবেন না।

আরও পড়ুনঃ আজই ফয়সলা, কেন্দ্রের মতোই একই পে কমিশন হতে পারে বাংলায়! DA নিয়ে বড় আপডেট

পাশাপাশি সমন্বিত পেনশন প্রকল্পে এও বলা হয়েছে যে, কোনও কেন্দ্রীয় সরকারি কর্মী যদি অন্তত পঁচিশ বছর চাকরি করেন, সে ক্ষেত্রে অবসরের আগের শেষ ১২ মাস তিনি যে ‘বেসিক পে’ বা মূল বেতন পেতেন, তার ৫০ শতাংশ অর্থ নিশ্চিত পেনশন হিসেবে পাবেন। এ ছাড়া নতুন নিয়মে কোনও সরকারি কর্মী যদি অন্তত দশ বছরের চাকরি জীবনের মেয়াদ শেষ করেন, তা হলেও তিনি পেনশন পাবেন। এই প্রকল্প একমাত্র পশ্চিমবঙ্গে চালু হয়নি। এখনও এখানে পুরনো পেনশন প্রথা রয়ে গিয়েছে। এবার দেখার বিষয় ১ এপ্রিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নতুন সমন্বিত পেনশন প্রকল্পকে গ্রহণ করে কি না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group