প্রীতি পোদ্দার, কলকাতা: কেন্দ্রীয় হারে DA এবং মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবিতে এখনও আন্দোলন করে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা। রীতিমত মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। কিন্তু তাতেও কোনোরকম আগ্রহ দেখাচ্ছে না পশিমবঙ্গ সরকার। গত বছর লোকসভা নির্বাচনের পর শেষবার রাজ্যের সরকারী কর্মীদের DA বা মহার্ঘ ভাতা মাত্র ৪ শতাংশ বাড়ানো হয়েছিল। আর এই বৃদ্ধির ফলে DA এর পরিমাণ দাঁড়িয়েছে ১৪ শতাংশ। অন্যদিকে পোয়াবারো কেন্দ্রীয় সরকারী কর্মীদের। কয়েক মাস অন্তর অন্তর DA বেড়েই চলেছে।
২০২৪ এর শুরুর দিকে মোদি সরকার সমস্ত কেন্দ্রীয় কর্মচারীদের DA বা মহার্ঘ ভাতার পরিমাণ বাড়িয়েছিল ৪ শতাংশ। তখন DA এর পরিমাণ দাঁড়িয়েছিল ৫০ এ। এরপর কয়েক মাস যেতেই দীপাবলীর শুভ মরশুমে শেষবার ফের DA বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই বারে ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল। এইমুহুর্তে ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা মিলছে। আর এদিকে নতুন বছর পড়তেই আরও এক দফায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বৃদ্ধির সময় এসে যাচ্ছে। এই আবহে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, তাহলে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে DA এর পার্থক্য কত হতে চলেছে। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক সম্পূর্ণটা।
DA এর পার্থক্যের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ এ
অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের বা AICPI ভিত্তিতে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেখানে ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন ৷ সেখানে পশ্চিমবঙ্গ সরকার কর্মীদের এখনও ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিচ্ছে কর্মীদের। সুতরাং, কেন্দ্র ও বাংলার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক হয়ে দাঁড়াচ্ছে ৩৯ শতাংশ ৷ অর্থাৎ যদি কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মাসিক বেসিক স্যালারি ২০ হাজার টাকা হয়, তাহলে ৫৩ শতাংশ হারে DA পাবেন তিনি ১০ হাজার ৬০০ টাকা। এবং এক বছরের হিসাবে ওই কেন্দ্রীয় সরকারি কর্মচারী মহার্ঘ ভাতা বাবদ পাবেন ১ লক্ষ ২৭ হাজার ২০০ টাকা পাবেন। আর তার নিরিখে রাজ্যের কর্মীরা আরও কম বেতন পান।
প্রতি বছরে কত কম DA পাচ্ছেন কর্মীরা
হিসেবে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের একজন সরকারি কর্মচারীর বেসিক স্যালারি যদি ২০ হাজার টাকা হয়, তাহলে তিনি মাসে DA বাবদ ১৪ শতাংশ হারে ২৮০০ টাকা পাচ্ছেন। এবং বছরে পাচ্ছেন মহার্ঘ ভাতা বাবদ ৩৩৬০০ টাকা। যার ফলে কেন্দ্রীয় সরকারী কর্মীদের তুলনায় রাজ্যের কর্মীরা প্রতি মাসে ৭৮০০ টাকা কম পাচ্ছেন। এবং বছরে ৯৩,৪০০ টাকা কম পাচ্ছেন।