ফিক্সড ডিপোজিটে মিলবে ৮.৭৫% সুদ, বিরাট অফার দিচ্ছে ৬ ব্যাঙ্ক

Published on:

bank fixed deposit

প্রীতি পোদ্দার, কলকাতা: ভবিষ্যতে যাতে অর্থ কষ্ট না হয় তার জন্য অনেকেই ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) এর চিন্তা ভাবনা করে থাকে। কারণ বিনিয়োগের জন্য যথেষ্ট ভাল হল এই ফিক্সড ডিপোজিট। এর সবচেয়ে বড় গুণ হল, এতে ঝুঁকি কম। ফলে বিনিয়োগ করে পরে ক্ষতির সম্মুখীন হওয়ার কোনও সুযোগ নেই। আবার অনেকে অবসর গ্রহণের পরেও ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন। সেই সুদ থেকে সংসারের খরচ চালান। ফলে তাঁদের জন্যও ফিক্সড ডিপোজিট একটি ভাল অপশন।

WhatsApp Community Join Now

এক্ষেত্রে, অনেকেই যেকোনো ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করে থাকেন। ছোট অঙ্কের টাকা হলে হয় তো খুব একটা পার্থক্য হয় না। কিন্তু বড় অঙ্কের টাকা হলে সামান্য কয়েক পার্সেন্টের হেরফেরেই কয়েক হাজার টাকার লাভক্ষতি হতে পারে। তাই সেই বুঝে আপনাকে বিনিয়োগ করতে হবে। আবার, দ্রুত সঞ্চয় বৃদ্ধির জন্য কোন ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে, সেটাও জানা জরুরি ৷ তাই, কম সময়ে বেশি সুদে সঞ্চয় তহবিল দ্রুত বাড়াতে চাইলে কয়েকটি ব্যাঙ্ক সম্পর্কে ধারণা নিয়ে নিন আমাদের প্রতিবেদনের মাধ্যমে।

উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক

উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে নানা সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে। ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত স্থায়ী আমানতে ৪% থেকে ৮.৫০% পর্যন্ত সুদ দিচ্ছে। এবং প্রবীণ নাগরিকদের এক বছরের ফিক্সড ডিপোজিটে ৮.৬ শতাংশ হারে সুদ দেওয়া হয়ে থাকে।

সূর্যোদয় স্মল ফাইন্যান্স

সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সাধারণ জনগণের জন্য ৪ শতাংশ থেকে ৮.৬৫ শতাংশ সুদ দেয়। এবং এক বছরের ফিক্সড ডিপোজিট করা সমস্ত প্রবীণ নাগরিকদের ৮.৫৫ শতাংশ হারে সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক।

ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক

এই ব্যাঙ্কটি স্থায়ী আমানতের ক্ষেত্রে ৭ দিন থেকে ১০ বছরের ৪.৫০ থেকে ৯ শতাংশ সুদ দিয়েছে। ১০০১ দিনের ফিক্সড ডিপোজিটে ৯ শতাংশ সুদ দেওয়া হচ্ছে এবং ৫০১ দিন এবং ৭০১ দিনের FD-এর ক্ষেত্রে ৮.৭৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। অন্যদিকে একজন প্রবীণ নাগরিক ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করলে, এক বছরের ফিক্সড ডিপোজিটে ৮.৩৫ শতাংশ হারে সুদ পাবেন।

জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক

জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এর ক্ষেত্রেও ফিক্সড ডিপোজিট এ বিনিয়োগ করলেও লাভ হবে দ্বিগুণ। কারণ প্রবীণ নাগরিকদের এক বছরের ফিক্সড ডিপোজিটে ৮.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।

উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক

জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এর মত উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এক বছরের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের ৮.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।

ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক

উপরে উল্লেখিত ছোট ব্যাঙ্কের তালিকায় অন্যতম আরও একটি ব্যাঙ্ক হল ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। প্রবীণদের জন্য ফিক্সড ডিপোজিটে বড় সুযোগ দিচ্ছে ব্যাঙ্ক। যদি একজন প্রবীণ নাগরিক ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করেন, তাহলে তাকে ৮.৬০ শতাংশ হারে সুদ দেওয়া হবে।

সঙ্গে থাকুন ➥
X