প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: দেশের নাগরিকদের সার্বিক সুবিধা প্রধান করতে এবং পিছিয়ে থাকা দরিদ্রদের আর্থিক পরিষেবা প্রদান করতে একের পর এক প্রকল্পের সূচনা করেই চলেছে। শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য কোনো ক্ষেত্রেই খামতি রাখেনি মোদি সরকার। সেই কারণে নাগরিকদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে কেন্দ্রীয় সরকার একগুচ্ছ প্রকল্পের সূচনা করেছে। যার মধ্যে অন্যতম হলো অটল পেনশন যোজনা (Atal Pension Yojana)।
দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে কেন্দ্রীয় সরকার এই পেনশন স্কিম চালু করেছিল। আর এই পেনশন স্কিমটি দেশের সমস্ত নাগরিকের জন্য চালনা করা হয়েছিল। আসলে সরকারি খাতে পেনশন ব্যবস্থা চালু থাকলেও বেসরকারী খাতে পেনশনের তেমন সুবিধা পাওয়া যায় না। তাই কেন্দ্রের এই পেনশন স্কিম চালু করেছে বিশেষভাবে বেসরকারি খাতে নিম্ন আয়ের মানুষদের বৃদ্ধ বয়সে আর্থিক সহায়তা প্রদান করার ক্ষেত্রে।
৩৭৬ টাকা জমালেই প্রতি মাসে মিলবে ৫০০০ !
কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প সূত্রে জানা গিয়েছে, সাধারণ নাগরিকরা এই প্রকল্পে তিনভাবে টাকা জমাতে পারে। অর্থাৎ মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিকভাবে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে পারবে গ্রাহকরা। এবং বৃদ্ধ বয়সে অটল পেনশন স্কিম মাধ্যমে ৬০ বছর পর জমিয়ে রাখা টাকা পেনশন হিসাবে পাবে গ্রাহকরা।
জানা গিয়েছে এই স্কিমে ১০০০, ২০০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন সাধারণেরা। সেক্ষেত্রে মাত্র ৩৭৬ টাকা জমিয়ে প্রতি মাসে ৫০০০ টাকা করে পেনশনও পাবেন গ্রাহকরা। অবাক হচ্ছেন নিশ্চয়ই? আসলে এটাই সত্যিই, এমনই দুর্দান্ত পেনশন স্কিম এনেছে কেন্দ্র।
আরও পড়ুন: ৬২৫০ জন মৃত ব্যক্তি ভূত হয়ে তুলছে রেশন! বিরাট দুর্নীতির পর্দা ফাঁস
৪০ বছর বয়স পর্যন্ত মিলবে সুবিধা
জানা গিয়েছে অটল বিহারী বাজপেয়ীর পেনশন স্কিমে বিনিয়োগকারীরা মাত্র ১৮ বছর বয়স থেকে এই প্রকল্পে বিনিয়োগ শুরু করতে পারেন। সর্বাধিক ৪০ বছর বয়স পর্যন্ত টাকা রাখতে পারবেন গ্রাহকরা। সেই হিসেবে কোনো গ্রাহক যদি ২৫ বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করেন, তবে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পাবেন। তবে এর জন্য মাসে মাত্র ৩৭৬ টাকা করে জমা করতে হবে। এবং যদি ৩৫ বছর পর্যন্ত বিনিয়োগ করে, তাহলে তার জমানো অর্থের পরিমাণ ১ লক্ষ ৫৭ হাজার ৯২০ টাকা হবে। এবং অবসর গ্রহণের পর প্রতি মাসে মিলবে ৫০০০ টাকা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |